Comet lemmon and swan

মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছে জোড়া ধূমকেতু! লিমনকে দেখা যাবে খালি চোখেই, দূরবীনে ধরা দেবে সোয়ান

সোমবার সন্ধ্যায় লিমন দিগন্তের ৯ ডিগ্রি উপরে রয়েছে। অতি উজ্জ্বল হয়ে পৃথিবীর আকাশে ধরা দিয়েছে। পৃথিবীর থেকে সে সোমবার সন্ধ্যায় ৮.৯ কোটি কিলোমিটার দূরে রয়েছে। সোমবার সন্ধ্যায় পৃথিবী থেকে ৪ কোটি কিলোমিটার দূরে রয়েছে সোয়ান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৮:৫২
Comet lemmon and swan making closest approach to earth

খালি চোখেই দেখা যাবে জোড়া ধূমকেতুর একটিকে, অন্যটিকে দেখতে হলে প্রয়োজন দূরবীন। —প্রতিনিধিত্বমূলক ছবি।

শত শত বছর পরে দুই ধূমকেতু— লিমন এবং সোয়ান এসেছে পৃথিবীর কাছে। এর আগে একই সঙ্গে তারা পৃথিবীর কাছে কখনও আসেনি। সোয়ান পৃথিবীর কাছে আসছে ৬৫০ বছর পরে। ১,৩৫০ বছর আগে পৃথিবীর কাছে এসেছিল লিমন। ২১ অক্টোবর, মঙ্গলবার তারা পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে। মাত্র ৭৫ লক্ষ কিলোমিটার দূরে দেখা যাবে এই জোড়া ধূমকেতুকে। যেখানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার।

Advertisement

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় লিমন দিগন্তের ৯ ডিগ্রি উপরে রয়েছে। অতি উজ্জ্বল হয়ে পৃথিবীর আকাশে ধরা দিয়েছে। পৃথিবীর থেকে সে সোমবার সন্ধ্যায় ৮.৯ কোটি কিলোমিটার দূরে রয়েছে। খালি চোখেই দেখা যাবে তাকে। সোমবার সন্ধ্যায় সোয়ান দিগন্ত রেখার ৪০ ডিগ্রি উপরে রয়েছে। পৃথিবী থেকে মাত্র ৪ কোটি কিলোমিটার দূরে। স্কুটামের পাশে তাকে দেখা যাবে। দূরবীনে চোখ রাখলেই তাকে দেখা যাবে।

এই লিমন এবং সোয়ান— দুই ধূমকেতুই আমাদের সৌরজগতের বাসিন্দা। কিন্তু পৃথিবী থেকে তারা এতটাই দূরে রয়েছে যে, তার কাছে আসছে শত শত বছর সময় লাগছে। এই দুই ধূমকেতুই উর্ট ক্লাউডের বাসিন্দা। প্লুটোর ওপারে সেই উর্ট ক্লাউড। কোটি কোটি বছর আগে যখন সৌরজগৎ তৈরি হয়েছিল, তখন তা থেকে ছিটকে বেরিয়ে এসে তৈরি হয়েছিল ধূমকেতু। মূলত বরফ এবং গ্যাস দিয়ে তৈরি। তার পরে সূর্যের চারপাশে যখন ঘোরে, তখন তার উত্তাপ বৃদ্ধি পায়। তৈরি হয় লেজ।

Advertisement
আরও পড়ুন