New Blood Group

রক্তের নতুন গ্রুপ আবিষ্কার! মিলল এক ফরাসি মহিলার শরীরে, ১৫ বছরের গবেষণায় স্বীকৃতি

প্রায় ১৫ বছর আগে ওই ফরাসি হিলার একটি অস্ত্রোপচার হয়। তিনি তখন প্যারিসে থাকতেন। তাঁর বয়স তখন ছিল ৫৪ বছর। অস্ত্রোপচারের আগে তিনি নিজের রক্ত পরীক্ষা করিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৫:৩৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রক্তের নতুন এক গ্রুপের সন্ধান মিলল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গুয়াদেলুপের এক ফরাসি মহিলা আপাতত এই রক্তের গ্রুপের একমাত্র ধারক (কেরিয়ার)। ফ্রান্সের রক্ত সরবরাহকারী সংস্থা এ কথা জানিয়েছে। রক্তের নতুন এই গ্রুপের নাম ‘গোয়াদা নেগেটিভ’।

Advertisement

শুক্রবার ফ্রান্সের জাতীয় রক্ত পরিষেবা ব্যবস্থা ‘এতাব্লিশমঁ ফ্রঁসে দু সাঁ (ইএফএস) জানিয়েছে, প্রায় ১৫ বছর আগে ওই ফরাসি মহিলার একটি অস্ত্রোপচার হয়। তিনি তখন প্যারিসে থাকতেন। তাঁর বয়স তখন ছিল ৫৪ বছর। অস্ত্রোপচারের আগে তিনি নিজের রক্ত পরীক্ষা করিয়েছিলেন। তখনই সেই রক্তের নমুনা হাতে পেয়েছিলেন গবেষকেরা। এ বার সেই নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন তাঁরা। ইএফএস জানিয়েছে, এটি পৃথিবীর ৪৮তম রক্তের ‘গ্রুপ সিস্টেম’। গত জুনে মিলানে একে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন (আইএসবিটি)।

এর আগে পর্যন্ত পৃথিবীতে ৪৭ রকম রক্তের গ্রুপের সন্ধান মিলেছিল। রক্তের সঠিক গ্রুপ না জানলে সেই রোগীকে রক্তদান করা সম্ভব হয় না। ইএফএসের গবেষক থিয়েরি পেয়রার্ড সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ২০১১ সালে ওই মহিলার রক্ত পরীক্ষার সময়ে তাতে ‘অস্বাভাবিক’ অ্যান্টিবডি মিলেছিল। কিন্তু তখন গবেষণার মতো পরিকাঠামো ছিল না। ২০১৯ সালে বিজ্ঞানীরা এই ‘রহস্য’ কিছুটা ভেদ করেন। ডিএনএ সিকোয়েন্সিং করে ‘রহস্য’ উদ্ঘাটিত হয়। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আপাতত ওই মহিলাই পৃথিবীতে ‘গোয়াদা নেগেটিভ’ রক্ত গ্রুপের একমাত্র ধারক। নিজের বাবা-মায়ের থেকেই উত্তরাধিকার সূত্রে এই রক্তের গ্রুপ পেয়েছিলেন মহিলা। তাঁদের জিনের মিউটেশন ঘটেছিল বলে জেনেছেন বিজ্ঞানীরা।

বিংশ শতকের গোড়ার দিকে এই ‘এবিও’ রক্ত গ্রুপের সিস্টেম আবিষ্কার করেন বিজ্ঞানীরা। অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে নির্ধারণ করা হত রক্তের গ্রুপ। এ বার ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আরও নতুন রক্তের গ্রুপের খোঁজ মিলেছে। এখন বিজ্ঞানীরা খুঁজে দেখছেন যে, পৃথিবীতে আরও কোনও ব্যক্তির এই ‘গোয়াদা নেগেটিভ’ রক্তের গ্রুপ রয়েছে কি না।

Advertisement
আরও পড়ুন