চিনের সাংহাই প্রদেশ থেকে ক্যামেরায় ধরা দিল রক্তচাঁদের ছবি। ছবি: এএফপি।
রাত ২টো ২৫ মিনিট নাগাদ শেষ হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এর পরে আবার ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।
কলকাতার আকাশের ছবি। সময় তখন রাত ১টা ৩০ মিনিট। ছবি: শৌভিক দেবনাথ।
দক্ষিণ আফ্রিকার কেপ শহরের আকাশে ফুটে উঠল লাল বর্ণের চাঁদ। ছবি: রয়টার্স।
দুবাইয়ের আকাশেও দেখা গেল ‘রক্তচাঁদ’। ছবি: রয়টার্স।
কলকাতার আকাশে রাত ১টা ২০ মিনিট নাগাদ আবার দেখা মিলল সম্পূর্ণ চাঁদের। আর নেই লাল রং।। ছবি: শৌভিক দেবনাথ।
ড্রেসড্রেনেও দেখা মিলল ‘লালচাঁদ’-এর। ছবি: রয়টার্স।
এথেন্স-এর আকাশে ‘লালচাঁদ’। ছবি: রয়টার্স।
কলকাতা থেকে তোলা চন্দ্রগ্রহণের শেষ মুহূর্ত। ছবি: শৌভিক দেবনাথ।
ভারতে রাত ১টা। কলকাতায় চন্দ্রগ্রহণ শেষের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।
কলকাতা থেকে রাত ১২টা ৫০ মিনিটে তোলা ছবি। ছবি: শৌভিক দেবনাথ।
রাত ১২টা ৫০ মিনিট। ছায়া সরে গিয়ে চাঁদের প্রায় অর্ধেকের বেশি দেখা যাচ্ছে।
রাত ১২টা ৩৫ মিনিট! লাল চাদর সরিয়ে কলকাতার আকাশে আবার দেখা দিল চাঁদের আলো। ছবি: শৌভিক দেবনাথ।
সাইপ্রাস থেকে চাঁদের গ্রহণের ছবি। ছবি: রয়টার্স।
রাত সাড়ে ১২টা। কলকাতা থেকে পূর্ণগ্রাস-শেষের চাঁদের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।
চাঁদের উপর থেকে ছায়া আরও সরছে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়েছে রাত ১২টা ২২ মিনিটে। তবে গ্রহণের গোটা প্রক্রিয়া চলবে রাত ২টো ২৫ মিনিট পর্যন্ত।
কলকাতা থেকে রাত ১২টা ১৫ মিনিটে তোলা চাঁদের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।
চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে, তখন তার ছায়া পড়ে চাঁদে। তখনই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে এই সময় চাঁদ কিন্তু পুরোপুরি কালো হয় না। বদলে লাল হয়ে ওঠে। কারণ, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলো প্রতিসৃত হয়, তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসৃত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্য দিকে, সূর্যরশ্মির নীল অংশটি চারদিকে ছড়িয়েছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল রঙের দেখায়।
কলকাতায় রাত ১২টা। আকাশে দেখা যাচ্ছে ‘রক্তচাঁদ’। ছবি: শৌভিক দেবনাথ।
কলকাতায় রাত ১২টা। আকাশে দেখা যাচ্ছে ‘রক্তচাঁদ’। এত ক্ষণ লালচে ছায়ায় ঢেকে থাকা চাঁদের উপর থেকে ছায়া এ বার একটু একটু করে সরতে শুরু করেছে।
কাতারের দোহা থেকে তোলা গ্রহণের ছবি। ছবি: রয়টার্স।
চেন্নাই থেকে চাঁদের ছবি। ছবি: পিটিআই।
লখনউ থেকে তোলা চাঁদের ছবি। ছবি: পিটিআই।
কলকাতায় রাত প্রায় সাড়ে ১১টা। ইতিমধ্যে সম্পূর্ণ চাঁদ ঢেকে গিয়েছে। চাঁদের রং একটু একটু করে লাল হতে শুরু করেছে। রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস গ্রহণ চলবে।
রাত ১১টা ৫ মিনিটে কলকাতা থেকে চাঁদের ছবি। ছবি: শৌভিক দেবনাথ।