Syed Modi International

সৈয়দ মোদী ব্যাডমিন্টনে জোড়া অঘটন, প্রাক্তন বিশ্বজয়ী ওকুহারাকে হারাল ১৬ বছরের তনভি, প্রণয়কে হারালেন মনরাজ

সৈয়দ মোদী ব্যাডমিন্টনে জোড়া অঘটন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নোজ়োমি ওকুহারাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তনভি শর্মা। পুরুষদের সিঙ্গলসে মনরাজ সিংহের কাছে হারলেন এইচএস প্রণয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১১:৩৬
Picture of Tanvi Sharma

তনভি শর্মা। ছবি: পিটিআই।

সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনে জোড়া অঘটন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নোজ়োমি ওকুহারাকে হারিয়ে দিল ভারতের উঠতি ব্যাডমিন্টন খেলোয়াড় তনভি শর্মা। এইচএস প্রণয় হারলেন ভারতের আর এক উঠতি খেলোয়াড় মনরাজ সিংহের কাছে।

Advertisement

১৬ বছরের তনভি পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে। ৫৯ মিনিটের লড়াইয়ে জাপানের ওকুহারাকে হারিয়েছে ১৩-২১, ২১-১৬, ২১-১৯ ব্যবধানে। জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোজয়ী তনভি প্রথম গেমে খুব একটা সুবিধা করতে পারেনি। প্রত্যাশা মতো সহজেই জিতে যান ওকুহারা। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি তনভি। পাল্টা লড়াইয়ে ছিনিয়ে নেয় দ্বিতীয় গেম। এর পর নির্ণায়ক তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই প্রতিপক্ষের। শেষ পর্যন্ত ২১-১৯ ব্যবধানে গেম এবং ম্যাচ জিতে নেয় তনভি। এর আগে ইউএস ওপেন সুপার ৩০০-র ফাইনালেও উঠেছিল তনভি।

অন্য দিকে, ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী প্রণয়ও কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেন না। তাঁকে হারতে হল ১৯ বছরের মনরাজের কাছে। ৪৩ মিনিটের লড়াইয়ে মনরাজ জিতলেন ২১-১৫, ২১-১৮ ব্যবধানে। প্রিকোয়ার্টার ফাইনালে চেনা ফর্মে পাওয়া যায়নি প্রণয়কে।

মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন শীর্ষ বাছাই উন্নতি হুডা। তিনি ২১-১৫, ২১-১০ ব্যবধানে হরিয়েছেন তাসনিম মীরকে। সহজ জয় পেয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর এবং ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কিদম্বী শ্রীকান্তও। ২১-৬, ২১-১৬ ব্যবধানে তিনি হারিয়েছেন সনীথ দয়ানন্দকে।

Advertisement
আরও পড়ুন