India Open Badminton

দর্শকাসনে বাঁদরের পর পাখির বিষ্ঠায় বন্ধ খেলা! ব্যাডমিন্টনে আজব কাণ্ড, দিল্লির দূষণ নিয়ে ক্ষোভ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের

ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন ঘিরে বিতর্ক বেড়েই চলেছে। ভারতের এইচএস প্রণয়ের ম্যাচের মাঝে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় বন্ধ রাখতে হয় খেলা। দিল্লির দূষণ নিয়েও ক্ষোভ বাড়ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ২০:৫৬
sports

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে চলছে এ বারের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ছবি: পিটিআই।

দিল্লির দূষণ নিয়ে অভিযোগ করছেন একের পর এক বিদেশি তারকা। পাশাপাশি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের পরিবেশ নিয়েও বিতর্ক বাড়ছে। বৃহস্পতিবার ভারতের এইচএস প্রণয়ের ম্যাচের মাঝে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় বন্ধ রাখতে হয় খেলা। আগের দিন দর্শকাসনে বাঁদর বসে থাকায় আতঙ্ক ছড়িয়েছিল কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে।

Advertisement

বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের প্রণয়ের বিরুদ্ধে খেলা ছিল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লোহ কিয়ান ইয়েওয়ের। প্রণয়কে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন কিয়ান। কিন্তু ম্যাচের পারফরম্যান্স ছাড়িয়ে আলোচনায় কোর্টের পরিবেশ। দু’বার খেলা বন্ধ করতে হয়। জানা গিয়েছে, কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় বাধ্য হয়ে খেলা বন্ধ করেন আম্পায়ার। খেলা শেষে প্রণয় বলেন, “মনে হয় কোর্টে পাখির বিষ্ঠা পড়েছিল। তাই খেলা বন্ধ রাখতে হয়েছিল।”

প্রতিযোগিতার শুরুতেই ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র দাবি করেছিলেন, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের ভিতর পাখি নেই। তার পরেই এই ঘটনায় বিতর্ক আরও বেড়েছে। বুধবার কেডি যাদব স্টেডিয়ামে অনুশীলনের সময় দর্শকাসনে একটি বাঁদরকে বসে থাকতে দেখা যায়। ফলে অনুশীলন বন্ধ হয়ে যায়। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিরাপত্তারক্ষীরা বাঁদরটিকে সরিয়ে দেন।

এর আগে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মিয়া ব্লিচফিল্ড। আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থাকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন তিনি। দিল্লির দূষণের জেরে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন বিশ্বের দু’নম্বর পুরুষ তারকা অ্যান্ডার্স অ্যান্টনসেন। তার জন্য জরিমানা দিতে হয়েছে তাঁকে।

প্রণয়কে হারালেও দিল্লির দূষণে সমস্যায় পড়েছেন কিয়ান। খেলা শেষে তিনি বলেন, “শ্বাসকষ্ট হচ্ছে। সব সময় মাস্ক পরে থাকছি। তবে খেলার সময় তো মাস্ক খুলতে হচ্ছে। যতটা সম্ভব স্টেডিয়াম বা হোটেলের ভিতরে থাকছি। কিছু করার নেই। কিন্তু এই পরিবেশে খেলা খুব কঠিন।” ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে সুপার ৭৫০ প্রতিযোগিতা। এর পর এখানেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। তার আগে একের পর এক ঘটনায় মুখ পুড়ছে ভারতীয় ব্যাডমিন্টনের।

Advertisement
আরও পড়ুন