Australian Open 2026

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় আলকারাজ়, সাবালেঙ্কা, ওসাকা-বিতর্ক বাড়ালেন জোকোভিচ-পত্নী

অস্ট্রেলিয়ান ওপেনে ছন্দে কার্লোস আলকারাজ়। অপ্রতিরোধ্য দেখাচ্ছে তাঁকে। এরিনা সাবালেঙ্কা ও ডানিল মেদভেদেভ তাঁদের ম্যাচ জিতলেও পরিশ্রম করতে হয়েছে দুই তারকারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭
sports

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের পর কার্লোস আলকারাজ়। ছবি: রয়টার্স।

চেনা ছন্দে কার্লোস আলকারাজ়। অপ্রতিরোধ্য দেখাচ্ছে তাঁকে। স্ট্রেট সেটে (৬-২, ৬-৪, ৬-১) ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রি-কোয়ার্টার ফাইালে উঠেছেন তিনি। শেষ ষোলোয় জায়গা পাকা করে নিয়েছেন এরিনা সাবালেঙ্কা ও ড্যানিল মেদভেদেভও। তবে তাঁদের কষ্ট করে জিততে হয়েছে। সাবালেঙ্কা দু’টি সেটই টাইব্রেকারে জিতেছেন। মেদভেদেভ আবার পাঁচ সেটের লড়াইয়ে নিজের ম্যাচ জিতেছেন।

Advertisement

মৌতেতকে হারাতে ২ ঘণ্টা ৫ মিনিট সময় লেগেছে আলকারাজ়ের। শীর্ষবাছাই তারকা গোটা ম্যাচে দাপট দেখিয়েছেন। তাঁর শক্তিশালী সার্ভিস ও পাওয়ার গেমের সামনে দাঁড়াতে পারেননি মৌতেত। গোটা ম্যাচে তাঁর ৭১ শতাংশ প্রথম সার্ভিস থেকে পয়েন্ট এসেছে। ১৩ বার মৌতেতের সার্ভিস ভাঙার সুযোগ পেয়ে ৮ বার তা কাজে লাগিয়েছেন স্পেনের তারকা। তবে তাঁর সার্ভিসও দু’বার ভেঙেছেন মৌতেত। তাতেও অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি আলকারাজ়ের।

মহিলাদের সিঙ্গলসের শীর্ষবাছাই সাবালেঙ্কা পরিশ্রম করে শেষ ষোলোয় উঠেছেন। আনাস্তাসিয়া পটাপোভাকে তিনি হারিয়েছেন স্ট্রেট সেটে (৭-৬, ৭-৬)। তবে দু’টি সেটের ফয়সালাই টাইব্রেকারে হয়েছে। সাবালেঙ্কার মেজাজ টেনিস সার্কিটে পরিচিত দৃশ্য। মেজাজ সামলাতে না পেরে সহজ ম্যাচ কঠিন করে ফেলেন তিনি। রড লেভার এরিনাতে পটাপোভার বিরুদ্ধেও সেটাই করেছেন তিনি। আনফোর্সড এরর করায় দু’টি সেটই টাইব্রেকারে গড়িয়েছে। সেখানে অবশ্য চাপ ধরে রেখে জিতেছেন সাবালেঙ্কা।

প্রতিযোগিতার মাঝে নাওমি ওসাকাকে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন নোভাক জোকোভিচের স্ত্রী জ়েলেনা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সোরানা সিরস্টির প্রথম ও দ্বিতীয় সার্ভিসের মাঝে ‘কাম অন’ বলে নিজেকে তাতাচ্ছিলেন ওসাকা। বিষয়টি ভাল ভাবে নেননি সোরানা। খেলা শেষে ওসাকার সঙ্গে তাঁর তর্ক হয়। যদিও এই বিষয়ে চেয়ার আম্পায়ার হস্তক্ষেপ করেননি। এই ঘটনায় ওসাকার সমালোচনা করেছেন জ়েলেনা।

সমাজমাধ্যমে জোকোভিচ-পত্নী বলেন, “আমি অবাক হয়েছি যে ওসাকাকে কিছু বলা হয়নি। দুটো সার্ভিসের মাঝে দর্শকদেরও চুপ থাকতে বলা হয়। তা হলে ওসাকাকে কেন বলা হল না। সোরানা দ্বিতীয় সার্ভিসের আগে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ওসাকার কারণে বার বার সমস্যা হচ্ছিল ওর। আমি অবাক হলাম যে চেয়ার আম্পায়ার এক বারও ওসাকাকে চুপ করতে বললে না। টেনিসের নিয়মে কি কোনও বদল হয়েছে?”

শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে পিছিয়ে থেকে জিতেছেন কোকো গফ। আমেরিকার তারকা নিজের দেশেরই হেইলি বাপতিস্তেকে হারিয়েছেন। প্রথম সেটে হেরে যান মহিলাদের তৃতীয় বাছাই। কিন্তু পরের দুই সেট জিতে ম্যাচ (৩-৬, ৬-০, ৬-৩) জেতেন তিনি।

মেদভেদেভও অবাছাই ফাবিয়ান মারোজসানের বিরুদ্ধে প্রথম দুই সেটে হেরে যান। দেখে মনে হচ্ছিল, আরও এক বার কোনও গ্র্যান্ড স্ল্যামে বেশি দূর এগোতে পারবেন না তিনি। তবে পরের তিনটি সেট জিতে ম্যাচ (৬-৭, ৪-৬, ৭-৫, ৬-০, ৬-৩) জিতে নেন মেদভেদেভ।

চার সেটের লড়াইয়ে (৭-৫, ৪-৬, ৬-৩, ৬-১) জিতেছেন পুরুষদের তৃতীয় বাছাই আলেকজ়ান্ডার জ়েরেভও। ক্যামেরন নরিকে হারিয়েছেন তিনি। বাকি তারকাদের মধ্যে অ্যালেক্স ডি মিনিয়র, মীরা আন্দ্রিভা, এলিনা সোয়াইতোলিনা পৌঁছেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে। তবে মহিলাদের সপ্তম বাছাই জেসমিন পাওলিনি স্ট্রেট সেটে হেরে গিয়েছেন ২৯ নম্বর ইভা জোভিচের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন