(বাঁ দিকে) সূর্যকুমার যাদব। খুশি মুখোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।
বিপদে পড়লেন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁকে বার্তা পাঠাতেন। নিয়মিত কথা হত দু’জনের। সেই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘অসত্য’ বলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। থানাতেও অভিযোগ করা হয়েছে খুশির বিরুদ্ধে।
মুম্বইয়ের সমাজমাধ্যম প্রভাবী ফাইজ়ান আনসারি খুশির বিরুদ্ধে মানহানির মামলা এবং থানায় অভিযোগ করেছেন। তাঁর দাবি, খুশি যে সব মন্তব্য করেছেন তা অসত্য এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে। মুম্বই থেকে গাজ়িপুর থানায় গিয়ে অভিযোগ করেছেন তিনি। ‘জাতীয় স্তরে জনপ্রিয়’ একজন ক্রিকেটারের উদ্দেশে খুশির এ রকম মন্তব্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন আনসারি। আরও এক ধাপ এগিয়ে জানিয়েছেন, তাঁর করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সাত বছর জেল খাটতেও রাজি।
আনসারির দাবি, থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। যত ক্ষণ না আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে তত ক্ষণ গাজ়িপুরেই থাকবেন তিনি। আনসারি জানিয়েছেন, যথেষ্ট ভাবনাচিন্তা করে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা করেছেন। অতীতেও এ রকম মামলা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। খুশি যদি নিজের মন্তব্যকে সত্যি প্রমাণ করতে পারেন, তা হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি বলে জানিয়েছেন আনসারি।
উল্লেখ্য, এক সাক্ষাৎকারে খুশি জানিয়েছিলেন, বিভিন্ন ক্রিকেটারই তাঁকে বার্তা পাঠান। সূর্যকুমারের নাম করে জানিয়েছিলেন, তাঁর থেকে একাধিক বার্তা পেয়েছেন। সূর্য নাকি নিজে থেকেই বেশ কয়েক বার খুশিকে বার্তা পাঠিয়েছেন। তবে কোনও প্রেমের সম্পর্ক নেই বলেও স্বীকার করেছিলেন।
সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েন খুশি। পিছু হটে অন্য একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা কি বন্ধু হিসাবে কথা বলতে পারি না?” আবার প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, সূর্যের সঙ্গে কথা হলেও তা মাঝেমাঝে হত। নিয়মিত নয়। এমনকি, নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার অভিযোগও তুলেছিলেন।