Vaibhav Suryavanshi Appointed Vice Captain

দাদাদের দলে সহ-অধিনায়ক ১৪ বছরের বৈভব! কোন দলে বড় দায়িত্ব দেওয়া হল সূর্যবংশীকে

নতুন দায়িত্ব পেল বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে বিহারের রঞ্জি দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাকে। বুধবার থেকে শুরু হবে এ বার রঞ্জি ট্রফি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:৩৪
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

শুধু ব্যাটার নয় এ বার অন্য ভূমিকাতেও দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। রঞ্জি ট্রফির আগামী মরসুমে বিহারের সহ-অধিনায়ক করা হয়েছে বৈভবকে। মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছে সে। বুধবার থেকে শুরু রঞ্জি ট্রফির প্রথম রাউন্ড। বিহারের অধিনায়ক সাকিবুল গনি। তাঁর সহকারী বৈভব।

Advertisement

বিহারের নির্বাচক কমিটিতে ছিলেন দুই সদস্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে অ্যাড-হক পদ্ধতিতে আরও এক সদস্য নিযুক্ত করা হয়েছে। বোর্ডের নির্দেশ, দ্রুত পাঁচ সদস্যের কমিটি তৈরি করতে হবে। আপাতত তিন সদস্যের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, বৈভব দলের সহ-অধিনায়ক।

অস্ট্রেলিয়ায় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রান পেয়েছে বৈভব। ব্রিসবেনে প্রথম চার দিনের ম্যাচে ৭৮ বলে শতরান করেছিল সে। তিন ইনিংসে ১৩৩ রান করে প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক রান করেছে সে। লাল বলের ক্রিকেটে এই পারফরম্যান্স তাকে বিহারের রঞ্জি দলে জায়গা করে দিয়েছে।

অস্ট্রেলিয়া সফরের আগে ইংল্যান্ড সফরেও রান করেছিল বৈভব। সেখানে যুব এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরান করেছিল সে। একটি ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলেছিল বৈভব। পাঁচ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছিল সে। সিরিজ়ে সর্বাধিক রান করেছিল বিহারের ১৪ বছরের ছেলে।

২০২৪ সালের জানুয়ারি মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অভিষেক বৈভবের। তখন তার বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন। তার পর থেকে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে বৈভব। ছোট ফরম্যাটেও নজর কেড়েছে সে। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেছিল সে। এ বার রঞ্জিতে বড় দায়িত্ব দেওয়া হল তার কাঁধে।

Advertisement
আরও পড়ুন