Cricketer dies

ঘাড়ে বল লেগে মৃত্যু ১৭ বছরের অস্টিনের, কালো আর্ম ব্যান্ড পরে খেলছেন হরমনপ্রীত-হিলিরা

অস্ট্রেলিয়ায় ফিরল ফিল হিউজের মৃত্যুর স্মৃতি! ঘাড়ে বলের আঘাতে মৃত্যু হল অস্ট্রেলিয়ার ১৭ বছরের ক্রিকেটার বেন অস্টিনের। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেন্টিলেশনে ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:১২
Ben Austin

বেন অস্টিন। ছবি: সংগৃহীত।

শেষরক্ষা হল না। বাঁচানো গেল না বেন অস্টিনকে। ঘাড়ে বল লেগে মৃত্যু হল অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সি ক্রিকেটারের। তার মৃত্যুতে মহিলাদের বিশ্বকাপের ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরে খেলছেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা।

Advertisement

অস্ট্রেলিয়ায় ফিরল ফিল হিউজের মৃত্যুর স্মৃতি! ঘাড়ে বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটারের। এ বার একই পরিণতি হল অস্টিনের। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেন্টিলেশনে ছিল।

মেলবোর্নে ফার্নট্রি গালি প্রতিযোগিতায় ঘটেছে এই ঘটনা। ওয়ালি টিউ রিজার্ভের মাঠে চলছিল খেলা। আচমকা একটি বাউন্সার অস্টিনের ঘাড়ে লাগে। সেখানেই লুটিয়ে পড়ে সে।

‘৭নিউজ় মেলবোর্ন’ জানিয়েছে, প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়েছিল অস্টিনের। খবর দেওয়া হয়েছিল হাসপাতালে। মোনাশ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েই দিয়েছিলেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ক্রিকেট ভিক্টোরিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, অস্টিনের চিকিৎসার সব দায়িত্ব তাদের।

ঘরোয়া প্রতিযোগিতায় ক্রিকেটারেরা ঠিকমতো সুরক্ষার দিকে নজর রাখছেন কি না, সেই বিষয়ে নজর রাখার জন্য ক্লাবগুলিকে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড।

২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বল ঘাড়ে লেগেছিল হিউজের। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে আরও কিছু বদল হয়েছে। তার পরেও বলের আঘাতে ক্রিকেটারের মৃত্যু হচ্ছে অস্ট্রেলিয়ায়।

Advertisement
আরও পড়ুন