IPL Governing Council

আইপিএলের গভর্নিং কাউন্সিল থেকেও বাদ পড়লেন সিএবি-র সভাপতি হতে চাওয়া অভিষেক ডালমিয়া

বিসিসিআইয়ের নতুন কমিটির জন্য কারা মনোনয়ন জমা দিয়েছেন, সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল। আইপিএলের গভর্নিং কাউন্সিল থেকে বাদ পড়লেন বাংলার অভিষেক ডালমিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭
Abhishek Dalmiya

অভিষেক ডালমিয়া। —ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটির জন্য কারা মনোনয়ন জমা দিয়েছেন, সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল। বোর্ডের নতুন সভাপতি-সহ বাকি পাঁচটি পদের জন্য যাঁদের নাম শোনা গিয়েছিল, তাঁরাই মনোনয়ন দিয়েছেন। চমক অন্য জায়গায়। আইপিএলের গভর্নিং কাউন্সিল থেকে বাদ পড়লেন বাংলার অভিষেক ডালমিয়া।

Advertisement

সোমবার বিকেলে বিসিসিআই-এর ওয়েব সাইটে মনোনয়ন জমা দেওয়া প্রত্যেকের নাম জানিয়ে দেওয়া হয়। অভিষেকের জায়গায় আইপিএলের গভর্নিং কাউন্সিলে আসছেন মামন খয়রুল জামাল মজুমদার। চেয়ারম্যান হিসাবে থেকে যাচ্ছেন অরুণ ধুমল। বোর্ডের সচিব হিসাবে দেবজিৎ শইকীয়া এবং কোষাধ্যক্ষ হিসাবে প্রভতেজ সিংহ ভাটিয়া আইপিএলের গভর্নিং কাউন্সিলে থাকছেন।

কেন অভিষেক বাদ পড়লেন, সে সম্পর্কে একটিই তত্ত্ব উঠে আসছে। সেটি হল বোর্ডে উত্তর-পূর্ব ভারতের কোনও প্রতিনিধি না থাকা। সেই কারণেই অভিষেকের জায়গায় মিজ়োরামের মামন মজুমদারকে আইপিএলের গভর্নিং কাউন্সিলে আনা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার যে তাদের পছন্দ মতো ব্যক্তিদেরই বোর্ডের বিভিন্ন পদে বসাবে, তা বলা বাহুল্য। যেহেতু উত্তর-পূর্বাঞ্চলের দিকে কেন্দ্রের বিশেষ নজর, সেই কারণেই মামনকে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যেহেতু মামনকে আনা হয়েছে এবং ধুমলকে রেখে দেওয়া হয়েছে, তাই অভিষেকের জায়গা হয়নি।

অভিষেক সিএবি সভাপতি পদে নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর লড়াই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু বঙ্গের ক্রিকেট প্রশাসনে কোনও নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভ দ্বিতীয় বারের জন্য সিএবি-র মসনদে বসেছেন। যে অভিষেক সিএবি সভাপতি হতে চেয়েছিলেন, তাঁর হাতে আপাতত কিছুই থাকল না। যে পদটি ছিল, সেটিও খোয়ালেন তিনি।

বোর্ডের যুগ্ম সচিব পদ থেকে রোহন দেশাইকে ছাঁটাই করাও কিছুটা অপ্রত্যাশিত। তাঁর জায়গায় আগের কমিটির কোষাধ্যক্ষ প্রভতেজ সিংহ ভাটিয়া যুগ্ম সচিব হচ্ছেন। সম্প্রতি গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে রোহনের প্যানেল হেরে গিয়েছে। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বোর্ডের ওয়েব সাইটে মনোনীত প্রার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা এই রকম— মিঠুন মনহাস (সভাপতি), রাজীব শুক্ল (সহ-সভাপতি), দেবজিৎ শইকীয়া (সচিব), প্রভতেজ সিংহ ভাটিয়া (যুগ্ম সচিব), রঘুরাম ভাট (কোষাধ্যক্ষ), জয়দেব শাহ (অ্যাপেক্স কাউন্সিল সদস্য), অরুণ ধুমল (আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য), মামন মজুমদার (আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়। সে দিনই ইলেক্টোরাল অফিসার দুপুর ২টোয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা জানাবেন।

Advertisement
আরও পড়ুন