অভিষেক শর্মা। —ফাইল চিত্র।
নতুন নজির গড়লেন অভিষেক শর্মা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা মারলেন এক ক্যালেন্ডার বছরে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইতিহাস গড়লেন অভিষেক।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার এখন অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাট হাতে তাঁর দাপট অব্যাহত। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা মারার নজির গড়লেন তিনি। শনিবার সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন পঞ্জাব অধিনায়ক। এই ম্যাচে ৩৪ বলে ৬২ রানের ইনিংসে তিনি মারেন ৮টি চার এবং ৩টি ছয়।
শনিবারের ম্যাচের পর ২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ছক্কার সংখ্যা ১০১। চলতি বছরে ৪২.৮২ গড়ে ১৪৯৯ রান করেছেন ২০ ওভারের ক্রিকেটে। স্ট্রাইক রেট ২০৪.২২। নিজের রেকর্ড ভেঙেই ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়েছেন অভিষেক। ২০২৪ সালে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৭টি ছয় মেরেছিলেন। সেটাই ছিল তখনকার ভারতীয় রেকর্ড।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল ফর্মে রয়েছেন অভিষেক। ছ’টি ম্যাচে ৫০.৬৬ গড়ে ৩০৪ রান করেছেন ২৫ বছরের ক্রিকেটার। একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন। অভিষেকের স্ট্রাইক রেট ২৪৯.১৮।