Virat Kohli and Anushka Sharma

কোহলিকে নিয়ে মায়ের বাড়িতে অনুষ্কা, পুত্র অকায় দিদার কোলে, দেখে কী করল কন্যা ভামিকা?

দীর্ঘ দিন পরে মায়ের বাড়িতে ফিরলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি এবং দুই সন্তানকে নিয়ে অযোধ্যায় মায়ের বাড়িতে যান। পুত্র অকায়কে মায়ের হাতে তুলে দেওয়ার সময় হাততালি দিতে দেখা গিয়েছে কন্যা ভামিকাকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১২:৪৫
cricket

ভিডিয়োর সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

দীর্ঘ দিন পরে মায়ের বাড়িতে গেলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি এবং দুই সন্তানকে নিয়ে অযোধ্যায় মায়ের বাড়িতে যান তিনি। পুত্র অকায়কে মায়ের হাতে তুলে দেওয়ার সময় হাততালি দিতে দেখা গিয়েছে কন্যা ভামিকাকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কোহলি একটু পাশে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাই উপভোগ করেছেন।

Advertisement

কিছু দিন আগেই বৃন্দাবনে গিয়েছিলেন অনুষ্কা এবং কোহলি। সেখান থেকেই তাঁরা অযোধ্যায় গিয়েছেন। মেয়েকে বাড়িতে ঢুকতে দেখে খুশি চাপতে পারেননি অনুষ্কার মা। প্রথমে মেয়েকে জড়িয়ে ধরেন। অনুষ্কার কোলেই ছিল অকায়। তাকে মায়ের কোলে তুলে দেন অনুষ্কা। পাশেই ঘুরছিল ভামিকা। এই দৃশ্য দেখে সে হাততালি দিয়ে ওঠে। কোহলিও সেই দৃশ্য উপভোগ করেন।

কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার পর সমাজমাধ্যমে একটি ছবি দেন অনুষ্কা। সেখানে দেখা গিয়েছিল, ক্রিকেট মাঠে হাসিমুখে তাঁরা দু’জন। কোহলি টেস্ট জার্সি পরে রয়েছেন। অনুষ্কা লিখেছিলেন, “ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল, যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজ়ের পরে তুমি ফিরে এসেছ আরও পরিণত, আরও নম্র হয়ে। এই সময়ে তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি।”

দু’দিন পরে আবার একটি বার্তা লেখেন তিনি। সেটি ছিল স্ট‌্যান্ড আপ কমেডিয়ান বরুণ গ্রোভারের একটি পোস্টের জবাব। অনুষ্কা লিখেছিলেন, “যাদের কোনও বলার মতো কাহিনি আছে, তারাই টেস্ট ক্রিকেটে সফল হয়। এমন একটা কাহিনি যা সুদীর্ঘ এবং যার গভীরতা এতটাই যে, পিচ নিয়ে ভাবে না, আবহাওয়া দেখে না, ঘাস আছে কী নেই খুঁজতে যায় না, বাইশ গজ শুকনো না ভেজা তাতে কিছু এসে যায় না, দেশে খেলছি না কি বিদেশে, তাতে কোনও ফারাক হয় না।’’

Advertisement
আরও পড়ুন