দিল্লি ক্যাপিটালস দল। ছবি: সমাজমাধ্যম।
গত ৮ মে পঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের তড়িঘড়ি হোটেলে ফেরানো হয়েছিল। সেই ঘটনা দেখে ভয় পেয়ে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক। এতটাই ভয় পেয়েছেন যে আইপিএল খেলতে আর ভারতে আসতে চাইছেন না। সে কথা দিল্লিকে জানিয়ে দিয়েছেন।
ম্যাকগার্কের ছোটবেলার কোচ শ্যানন ইয়ং এক ওয়েবসাইটে বলেছেন, “ধর্মশালায় সে দিনের ম্যাচের পর জেক বাকিদের চেয়ে একটু বেশিই ভয় পেয়ে গিয়েছিল। তাই আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ভুল নেই। কারণ দিল্লি দলের বাকি বিদেশিদের থেকে ওর বয়স কম। তা ছাড়া পঞ্জাব ম্যাচের আগের দিন ওর শরীরও ভাল ছিল না। তার পর ওই ঘটনা।”
তিনি আরও বলেছেন, “সব মিলিয়ে, ওর কোনও কিছুই ভাল লাগছিল না। আমি ভাগ্যবান যে সেই সময় ওখানে ছিলাম। ওকে সঠিক পরামর্শ দিতে পেরেছি। আমার মতো ৫০ বছরের একজন মানুষ যে প্রচুর ঘোরাঘুরি করে, তার পক্ষেও এ সব মেনে নেওয়া কঠিন ছিল। জেক তো বাচ্চা ছেলে। ক্রিকেটার নয়, ও আমার কাছে সন্তানের মতো।”
শুধু ম্যাকগার্ক নন, অস্ট্রেলিয়ায় বেশির ভাগ ক্রিকেটারই হয়তো আইপিএলে ফিরবেন না। সবচেয়ে বেশি সমস্যায় পড়বে পঞ্জাব। তাদের দলে চার জন অসি ক্রিকেটার রয়েছেন যাঁরা নিয়মিত খেলেন। যদিও ট্রেভিস হেড এবং প্যাট কামিন্স ভারতে ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন। ম্যাকগার্কের বদলে দিল্লি নিয়েছে মুস্তাফিজ়ুর রহমানকে।