IPL 2025

গাওস্করের অনুরোধ রাখতে চলেছে বোর্ড, আইপিএলে বাকি ম্যাচে হয়তো থাকবে না চিয়ার লিডার, ডিজে

ভারত-পাকিস্তান সংঘাতের আবহের মধ্যে আবার শুরু হচ্ছে আইপিএল। বিনোদনহীন আইপিএলের অনুরোধ করেছিলেন সুনীল গাওস্কর। তা মানতে চলেছে ভারতীয় বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৭:২৮
cricket

এই আইপিএলে আর চিয়ার লিডারদের থাকার সম্ভাবনা কম। — ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সংঘাতের আবহের মধ্যে আবার শুরু হচ্ছে আইপিএল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। এই আবহে বিনোদনহীন আইপিএলের অনুরোধ করেছিলেন সুনীল গাওস্কর। তা মানতে চলেছে ভারতীয় বোর্ড। আইপিএলের বাকি ম্যাচগুলি চিয়ার লিডার এবং ডিজেদের ছাড়াই আয়োজন করা হতে পারে।

Advertisement

‘ইন্ডিয়া টুডে’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, বাকি ম্যাচগুলিতে হয়তো চিয়ার লিডারেরা থাকবেন না। ম্যাচ চলাকালীন গান বাজিয়ে দর্শকদের বিনোদন দেবেন না ডিজেরাও। তবে ফাইনালে বিনোদন থাকলেও থাকতে পারে। আইপিএল সুষ্ঠু ভাবে শেষ করাই এখন বোর্ডের লক্ষ্য। তাই বাড়তি কোনও বিনোদনের রাস্তায় হাঁটতে নারাজ তারা।

উল্লেখ্য, লিগ এবং প্লে-অফ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ রয়েছে আইপিএলের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে এই ম্যাচগুলিতে গান বাজানোর ব্যবস্থা, চিয়ার লিডার এবং ডিজে না রাখার আর্জি জানিয়েছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘বেশ কিছু পরিবার তাদের নিকটাত্মীয়কে হারিয়েছে। এই পরিস্থিতিতে আন্তরিক ভাবে আশা করব আইপিএলে বাড়তি কোনও আয়োজন থাকবে না। শুধু খেলাগুলো হোক। ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে আসুন। কিন্তু দু’ওভারের মাঝে ডিজে চাই না। মাঠে চিয়ার লিডারও দরকার নেই। এ রকম কিছু প্রয়োজন নেই। শুধু খেলা হোক। যাঁরা কাছের এবং প্রিয় জনদের হারিয়েছেন, তাঁদের আবেগকে এ ভাবে সম্মান জানানো যেতে পারে।’’

Advertisement
আরও পড়ুন