IPL 2025

আইপিএলে কলকাতার মতো দশা পঞ্জাবেও? প্লে-অফে উঠে সমর্থকদের এক হাত নিলেন অর্শদীপ

আইপিএলে ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ থাকলেও অনেককেই দেখা যায় অন্য দলকে সমর্থন করতে। একই কথা কি প্রযোজ্য পঞ্জাবের ক্ষেত্রেও? অর্শদীপ সিংহের অভিযোগ, পঞ্জাবিদের অনেকেই নিজের রাজ্যের দলকে সমর্থন করেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:২৯
cricket

পঞ্জাবের সমর্থকদের দুষলেন অর্শদীপ। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ থাকলেও অনেক সমর্থককে দেখা যায় অন্য দলকে সমর্থন করতে। বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনি কলকাতায় খেলতে এলে দর্শকদের বেশির ভাগই সমর্থন করেন বেঙ্গালুরু বা চেন্নাইকে। একই কথা কি প্রযোজ্য পঞ্জাবের ক্ষেত্রেও? পঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংহের অভিযোগ, পঞ্জাবিদের অনেকেই নিজের রাজ্যের আইপিএল দলকে সমর্থন করেন না।

Advertisement

এ বারের আইপিএলে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করেছে পঞ্জাব। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে তারা। তার আগে এক সমর্থককে উত্তর দিতে গিয়ে পঞ্জাবিদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন অর্শদীপ।

সমাজমাধ্যমে অর্শদীপের উদ্দেশে এক সমর্থক জানান, তিনি পঞ্জাবি না হয়েও পঞ্জাব কিংসকে সমর্থন করেন। তার উত্তর দিতে গিয়ে অর্শদীপ বলেন, “আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। আপনি পঞ্জাবি না হয়েও পঞ্জাবকে সমর্থন করেন। তবে এমন অনেক পঞ্জাবি আছেন যাঁরা আমাদের সমর্থন করেন না। তাঁদের আলাদা আলাদা দল রয়েছে। তাঁদের উদ্দেশে আমার অনুরোধ, নিজের রাজ্যর দলকে সমর্থন করুন। মাঠে সবাই মিলে এসে আমাদের জিততে সাহায্য করুন।”

ঘটনাচক্রে, যে মুল্লানপুর পঞ্জাবের ঘরের মাঠ সেখানেই প্রথম কোয়ালিফায়ার খেলতে নামবে তারা। এই ম্যাচ হওয়ার কথা ছিল হায়দরাবাদে। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল পিছিয়ে যাওয়ায় প্লে-অফের মাঠগুলি বদলে দেয় বিসিসিআই। কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয় ফাইনালও। বোর্ডের যুক্তি, ওই সময় কলকাতা ও হায়দরাবাদে বৃষ্টি হতে পারে। যদিও কেউ কেউ এর পিছনে রাজনীতির গন্ধও পেয়েছেন।

চলতি মরসুমে পঞ্জাবের সফলতম বোলার অর্শদীপ। ১৩ ম্যাচে ১৮টি উইকেট পেয়েছেন।

Advertisement
আরও পড়ুন