আট সাংবাদিক এবং ইউটিউবারকে যাবজ্জীবন জেলের সাজা শোনাল পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত। ছবি: এআই সহায়তায় প্রণীত।
জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা-প্রধান ইমরান খানের সমর্থনে প্রচারের ‘অপরাধে’ যাবজ্জীবন জেলের সাজা! শুক্রবার পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত এমনই নজিরবিহীন সাজা দিল সে দেশের আট জন সাংবাদিক এবং ইউটিউবারকে!
সাংবাদিক ও সমাজমাধ্যম-প্রচারককে তাঁদের অনুপস্থিতিতেই শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের সমর্থনে অনলাইন প্রচারকে ‘সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধ’ বলে মেনে নিয়েছে আদালত! ২০২৩ সালের ৯ মে ইমরানের পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকেরা হিংসাত্মক প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন। হামলা হয়েছিল পাক সেনার কয়েকটি শিবিরেও। ওই ঘটনাগুলি ‘সন্ত্রাসবাদী’ কার্যকলাপ বলে জানিয়ে পাক আদালত বলেছে, দোষী আট সাংবাদিক ও ইউটিউবার সে সময় হিংসায় উস্কানি দিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে।
২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে গ্রেফতার করেছিল পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। হাই কোর্টের বাইরে নিয়ে গিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। ইমরানকে গ্রেফতারের সময় তাঁর দল পিটিআই-এর কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে রেঞ্জার্স বাহিনীর। রেঞ্জার্স বাহিনী ইমরানকে মারধর করেছে বলে দাবি করেছে তাঁর দল। এর পরেই পাকিস্তান জুড়ে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। চলতি বছরের ২০ ডিসেম্বর তোষাখানা দুর্নীতি-২ মামলায় ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। বর্তমানে দু’জনেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি।