India vs Australia 2025

মেলবোর্নে পৌঁছে গেল ভারতীয় দল, অভিষেকের ব্যাগ দেখে টিটকিরি অর্শদীপের, হেসে খুন শুভমন

ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচ খেলতে মেলবোর্নে পৌঁছে গেল ভারতীয় দল। বিমানবন্দরে অভিষেক শর্মার একটি ব্যাগ দেখে মজা করেছেন অর্শদীপ সিংহ। দু’জনের কাণ্ড দেখে হাসি চাপতে পারেননি শুভমন গিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:০৮
cricket

(বাঁ দিক থেকে) অভিষেক শর্মা, অর্শদীপ সিংহ এবং শুভমন গিল। — ফাইল চিত্র।

ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচ খেলতে মেলবোর্নে পৌঁছে গেল ভারতীয় দল। বিমানবন্দরে পঞ্জাবের তিন ক্রিকেটারের খুনসুটি নজর এড়ায়নি। অভিষেক শর্মার একটি ব্যাগ দেখে মজা করেছেন অর্শদীপ সিংহ। দু’জনের কাণ্ড দেখে হাসি চাপতে পারেননি শুভমন গিল।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, অভিষেকের হাতে সবুজ রংয়ের একটি ব্যাগ রয়েছে, যার গায়ে বিভিন্ন রংয়ের তারা আঁকা। সব মিলিয়ে ব্যাগটি বেশ আকর্ষণীয়। অর্শদীপ তা দেখে অভিষেককে প্রশ্ন করেন, সেটি ‘লিমিটেড এডিশন’-এর (যা গোটা বিশ্বে স্রেফ কয়েকটিই উৎপাদন করা হয়) কি না। অভিষেক মাথা নেড়ে প্রতিবাদ করেন। এর পর অর্শদীপ অভিষেকের জুতো নিয়েও মজা করেন। পাশে দাঁড়িয়ে হাসতে থাকেন শুভমন। অভিষেককে আওয়াজ দিতে ছাড়েননি তিনিও।

পঞ্জাবের তিন ক্রিকেটার অতীতে বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলেছেন। ফলে তিন জনের সম্পর্ক অন্য রকমের। বুধবার বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকাকালীন অভিষেকের সঙ্গে মজা করতে দেখা গিয়েছিল শুভমনকে। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

বুধবার মাত্র ৫৮ বল খেলা হয় ক্যানবেরায়। ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে ভারত। বৃষ্টির জন্য দু’বার খেলা বন্ধ রাখতে হয়। রাত ১১টার মধ্যে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়ার নিয়মের কারণে ক্যানবেরায় আর ম্যাচ চালানো সম্ভব হয়নি। তবে ভেস্তে যাওয়া ম্যাচেও প্রাপ্তি সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা। তিনটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ২৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন তিনি। উল্টো দিকে ছিলেন শুভমন গিল। তিনি চারটি চার এবং একটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৭ রান করে ক্রি‌জ়ে ছিলেন। ১৪ বলে ১৯ রান করে অভিষেক শর্মা সাজঘরে ফিরে গিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন