আইপিএল ট্রফির সামনে শ্রেয়স আয়ার। ছবি: সমাজমাধ্যম।
আইপিএলের একটি দলের কোচ তিনি। আবার একই সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বও সামলাচ্ছেন। তবে অ্যাশেজ়ের মাঝপথেই আবু ধাবি যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি। আইপিএলের নিলামে হাজির থাকতে চান হায়দরাবাদের কোচ। এ দিকে, পঞ্জাবের টেবিলে থাকতে দেখা যাতে পারে শ্রেয়স আয়ারকে।
অ্যাশেজ়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু ১৭ ডিসেম্বর। তার আগের দিন আবু ধাবিতে আইপিএলের নিলাম। ফলে ছোট সফরে আবু ধাবি যাবেন ভেট্টোরি। নিলামে অংশ নেবেন। আবার ফিরে যাবেন অস্ট্রেলিয়া। দেশের বোর্ডের থেকে অনুমতিও পেয়েছেন তিনি। এটাই প্রথম নয়, গত বছরের নিলামের সময়ও অস্ট্রেলিয়া দলের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন ভেট্টোরি। তখন ভারতের বিরুদ্ধে টেস্ট খেলছিল অস্ট্রেলিয়া।
ভেট্টোরি অ্যাশেজ়ের মাঝপথে দল ছাড়লেও, সেই কাজ করছেন না রিকি পন্টিং। তিনি অবশ্য কোচ নন, বিশ্লেষক হিসাবে অ্যাশেজ়ে কাজ করছেন। তিনি সেভেন নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ। তারা পন্টিংকে অ্যাশেজ়ের মাঝপথে আবু ধাবি যাওয়ার অনুমতি দেয়নি। ফলে পঞ্জাব কিংসের কোচ থাকতে পারবেন না নিলামের টেবিলে।
সেই জায়গা পূরণ করতে পারেন শ্রেয়স। তাঁর অধীনে গত বছর ফাইনালে উঠেছিল পঞ্জাব। নিলামের আগে খুব বেশি ক্রিকেটার ছাড়েনি তারা। হাতেও বেশি অর্থ নেই। ফলে শ্রেয়সকে বিশেষ পরিশ্রম করতে হবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রতিনিধি দলের তালিকায় শ্রেয়সের নাম যোগ করা হয়েছে। শেষ মুহূর্তে কোনও বদল না হলে, শ্রেয়স পঞ্জাবের টেবিলে হাজির থাকবেন।