Viral Video

চার বছর পর মিলল হারানো পোষ্যের সন্ধান! ৩,৬৮৪ কিমি দূরত্ব পেরিয়ে ‘মায়ের কোলে’ ফিরল কুকুর, ভাইরাল ভিডিয়ো

চলতি বছরের নভেম্বর মাসে প্যাট্রিশিয়ার কাছে একটি ফোন আসে সুদূর মিশিগান থেকে। পোষ্য চকোর খোঁজ পান তরুণী। ‘মায়ের’ থেকে চকো তখন ৩,৬৮৪ কিলোমিটার দূরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১

ছবি: সংগৃহীত।

পোষ্য কুকুরকে সন্তানের মতো ভালবাসতেন তরুণী। পাঁচ বছর পর হঠাৎ করে তরুণীর পোষ্য হারিয়ে যায়। চার বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল সে। কিন্তু ভালবাসার টানই আবার ‘মায়ের কোলে’ ফিরিয়ে দিল সেই পোষ্য কুকুরটিকে। বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়ে সে চলে গিয়েছিল বহু দূর। ৩,৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার নিজের ঠিকানায় ফিরল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সিবিএসসাক্রামেন্টো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাদামি রঙের কুকুর এক তরুণীর কোলে উঠে আদর খেতে ব্যস্ত। আসলে, সেই কুকুরটির নাম চকো। ২০১৬ সালে প্যাট্রিশিয়া তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা প্যাট্রিশিয়া। পোষ্যকে নিয়ে আসার পাঁচ বছর পর প্যাট্রিশিয়ার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় চকো। তবে, প্যাট্রিশিয়া নিশ্চিত ছিলেন চকো ফিরে আসবে। কেননা, চকোর গলায় মাইক্রোচিপ লাগানো রয়েছে। তা স্ক্যান করে যে কেউ সঠিক ঠিকানায় চকোকে পৌঁছে দেবেন বলে বিশ্বাস ছিল প্যাট্রিশিয়ার।

কিন্তু চার বছরেরও বেশি সময় পার হয়ে যায়। ২০২১ সালের মে মাসে নিখোঁজ হয়েছিল চকো। তার পর কেটে যায় ১,৬৪৫ দিন। চকোর খোঁজ পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু চলতি বছরের নভেম্বর মাসে প্যাট্রিশিয়ার কাছে একটি ফোন আসে সুদূর মিশিগান থেকে। চকোর খোঁজ পান তরুণী। ‘মায়ের’ থেকে চকো তখন ৩,৬৮৪ কিলোমিটার দূরে। কী ভাবে চকোকে ফিরে পাবেন তা জানতে চেয়ে সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেন প্যাট্রিশিয়া।

ক্যালিফোর্নিয়ার এক কুকুর উদ্ধারকারী অসরকারি সংস্থা সাহায্যের হাত বাড়ায়। চকোকে বিমানে আনার সমস্ত ব্যবস্থা করে তারা। বহু বহু বছর পর প্যাট্রিশিয়াকে দেখে ‘মায়ের কোলে’ ঝাঁপিয়ে পড়ে চকো। বাড়িতে ফিরে পরিবারের নতুন দুই সদস্যের সঙ্গে পরিচয়ও হয় চকোর। চকো নিখোঁজ হওয়ার পর প্যাট্রিশিয়া দুই সন্তানের মা হন। নতুন সদস্যদের সঙ্গেও ভাল ভাব জমিয়ে ফেলেছে চকো। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ভালবাসার টান থাকলেই এমন বিস্ময়কর ঘটনা ঘটে।’’

Advertisement
আরও পড়ুন