Viral Video

ট্রেনের ভিতর পানীয় খেতে গিয়ে কাপ গেল উল্টে! স্কার্ফ দিয়েই ট্রেনের মেঝে মুছলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

এক তরুণী গলায় জড়ানো স্কার্ফ দিয়ে ট্রেনের মেঝে মুছছেন। ট্রেনের আসনে নিজের জিনিসপত্র রেখে পা মুড়ে নীচে বসে মেঝে পরিষ্কার করে চলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১২:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঠান্ডা পানীয় নিয়ে ট্রেনে উঠেছিলেন এক তরুণী। কোনও ভাবে বেসামাল হতেই হাত থেকে কাপ উল্টে পানীয়টি ট্রেনের মধ্যে পড়ে যায়। জায়গাটি অপরিচ্ছন্ন করে ফেলেছেন দেখে আফসোস হয় তরুণীর। কোনও উপায় না দেখে গলায় জড়ানো স্কার্ফ দিয়েই ট্রেনের মেঝে মুছতে শুরু করলেন তিনি। ট্রেনের এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) তা কর্তৃপক্ষের নজর কাড়ে। নাগরিক হিসাবে তরুণীর পদক্ষেপ দেখে প্রশংসা করেন কর্তৃপক্ষ। তরুণীকে তাঁর আচরণের জন্য পুরস্কারও দেওয়া হয়।

Advertisement

‘ফিনিক্সটিভি_নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী গলায় জড়ানো স্কার্ফ দিয়ে ট্রেনের মেঝে মুছছেন। ট্রেনের আসনে নিজের জিনিসপত্র রেখে পা মুড়ে নীচে বসে মেঝে পরিষ্কার করে চলেছেন তিনি। এই ঘটনাটি গত বৃহস্পতিবার চিনের জিয়াংশু এলাকায় ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ঠান্ডা পানীয় নিয়ে ট্রেনে উঠেছিলেন সেই তরুণী। হঠাৎ তাঁর হাত থেকে কাপ উল্টে ট্রেনের ভিতর পানীয়টি পড়ে যায়। ট্রেনটি নোংরা হয়ে গিয়েছে দেখে কাগজের টিস্যু দিয়ে মেঝে মুছতে শুরু করেন তিনি। তবুও মেঝের মধ্যে পানীয় পড়েছিল। এ দিকে টিস্যু ফুরিয়ে গেলে গলায় জড়ানো স্কার্ফ দিয়েই মেঝে মুছতে শুরু করেন তরুণী। ট্রেনের এক যাত্রী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা কর্তৃপক্ষের নজরে পড়ে। তরুণীর আচরণে মুগ্ধ হন তাঁরা। পুরস্কার হিসাবে তরুণীকে একটি স্কার্ফও উপহার দেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন