Viral Video

ঘরে চলছিল দেদার পরকীয়া, প্রেমিকের স্ত্রী ঢুকে পড়তেই ১১তলার পাইপ ধরে ঝুলে পড়লেন তরুণী! ভিডিয়ো ভাইরাল

প্রেমিকের স্ত্রী বাড়িতে থাকবেন না জেনে তাঁকে সঙ্গ দিতে গিয়েছিলেন তরুণী। কিন্তু তরুণের স্ত্রীর যে সময় বাড়িতে ফেরার কথা ছিল, সেই সময়ের আগে ফিরে এসেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৫:১৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ত্রী থাকবেন না জেনে প্রেমিকাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন তরুণ। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে বাড়ি ফেরেন তরুণের স্ত্রী। পাছে স্ত্রীর কাছে পরকীয়া সম্পর্ক ধরা পড়ে যায়, সেই ভয়ে জানলা দিয়েই প্রেমিকাকে পালাতে বাধ্য করলেন তরুণ। ১১তলা থেকে পাইপ বেয়ে তরতর করে নামতে শুরু করলেন বিবাহিত তরুণের প্রেমিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী উঁচু আবাসনের জানলা দিয়ে বাইরে বেরিয়ে পড়েছেন। তাঁর পরনে সাদা রঙের পোশাক। জানলা থেকে লাফ দিয়ে পাইপ বেয়ে আবাসনের নীচে নামতে শুরু করলেন তিনি।

পরে পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে আবাসনের এক ফ্ল্যাটের জানলায় ধাক্কা মারেন তরুণী। সেই ফ্ল্যাটের বাসিন্দা হাত ধরে টেনে তরুণীকে উপরে তুলে নেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ৩০ নভেম্বর চিনের গুয়াংদং প্রদেশে ঘটেছে। এক তরুণের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সেই তরুণী।

প্রেমিকের স্ত্রী বাড়িতে থাকবেন না জেনে তাঁকে সঙ্গ দিতে গিয়েছিলেন তরুণী। কিন্তু তরুণের স্ত্রী সময়ের আগে বাড়ি ফিরেছিলেন। পাছে তরুণের স্ত্রী তাঁকে প্রেমিকার সঙ্গে ধরে ফেলেন, সেই ভয়ে প্রেমিকাকে জানলা দিয়ে পালিয়ে যেতে বলেন তিনি। ধরা পড়ে যাওয়ার ভয়ে আবাসনের ১১তলার জানলা দিয়ে লাফিয়ে বেরিয়ে যান তরুণী। পাইপ বেয়ে নীচে নামতে থাকেন তিনি।

পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে আবাসনের এক ফ্ল্যাটের জানলায় ধাক্কা মারেন তিনি। সেই ফ্ল্যাটের বাসিন্দা হাত ধরে তরুণীকে টেনে তোলেন। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি তো ভাইরাল হয়ে গিয়েছে। তরুণের স্ত্রীর নজরে ভিডিয়োটি পড়লেই তো সব খেল খতম!’’

Advertisement
আরও পড়ুন