ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দৈনন্দিন ব্যস্ততা থেকে ছুটি নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন তরুণী। কিন্তু একা থাকলেও তাঁকে সঙ্গ দিচ্ছে মোবাইল ফোনটি। সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতেও ফোন হাতছাড়া করেননি তরুণী। এক হাতে মোবাইল নিয়েই ‘ব্যাকস্ট্রোক’-এ সাঁতার কাটছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ব্রাউনকার্ডিগান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী সুইমিং পুলে নেমে ‘ব্যাকস্ট্রোক’-এ সাঁতার কাটছেন। সাঁতার কাটার সময়ও এক হাতে ফোন ধরে রয়েছেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি অস্ট্রেলিয়ার সিডনির একটি সুইমিং পুলে ঘটেছে। একনজরে দেখে মনে হচ্ছে, সুইমিং পুলটি সমুদ্র লাগোয়া।
এমন সুন্দর পরিবেশেও তরুণীর মন রয়েছে মোবাইলের স্ক্রিনে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় বয়ে যায় নেটপাড়ায়। নেটাগরিকদের একাংশের দাবি, তরুণী হয়তো সাঁতার কাটতে কাটতে নিজস্বী তুলছিলেন অথবা ভিডিয়ো তৈরি করছিলেন। তবে নেটপাড়ার অধিকাংশের মতে, জীবনের প্রতিটি মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার স্বভাব ক্ষতিকর। ফোনের নেশা থাকার কারণে অনেকেই জীবনের স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারছেন না।