Viral Video

‘ধুরন্ধর’-এর গানে নেচে তাক লাগালেন সাইনা নেহওয়াল, ব্যাডমিন্টন তারকাকে সঙ্গ দিলেন বাবা! ভাইরাল ভিডিয়ো

‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খন্নাকে প্রবেশ-দৃশ্যে (এন্ট্রি সিন) নাচ করতে দেখা গিয়েছে। সেই একই ভঙ্গি অনুকরণ করে নাচ করলেন সাইনা। সাইনার বাবাও বাদ পড়লেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৫:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যাডমিন্টন তারকা নাচ করছেন! তা করতেই পারেন। যিনি রাঁধেন, তিনি তো চুলও বাঁধেন। সাইনা নেহওয়াল তা প্রমাণও করলেন। ‘ধুরন্ধর’ নাচ নেচে সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করলেন তিনি। মেয়েকে সঙ্গ দিলেন সাইনার বাবাও। তিনিও প্রয়াত অভিনেতা বিনোদ খন্নার মতো পোজ় দিয়ে হাওয়ায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে খানিক নেচে ফেললেন।

Advertisement

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। স্পাই থ্রিলার ঘরানার এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন বলি অভিনেতা রণবীর সিংহ। তবে, এই ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা অক্ষয় খন্না। ফিল্ম বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই ছবিতে অভিনয় করে অক্ষয় তাঁর জাত চিনিয়ে দিয়েছেন। ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয়কে প্রবেশ-দৃশ্যে (এন্ট্রি সিন) নাচ করতে দেখা গিয়েছে।

সেই একই পোজ় অনুকরণ করে নাচ করলেন সাইনা। সাইনার বাবাও নাচের ভিডিয়ো থেকে বাদ পড়লেন না। তবে, অক্ষয় খন্নার নাচ অনুকরণ করলেন না তিনি। অক্ষয়ের বাবা বিনোদ খন্না সচরাচর যে ধরনের পোজ় দিয়ে নাচ করতেন, সেই রকম পোজ়েই নাচ করার চেষ্টা করলেন সাইনার বাবা। কথায় তো রয়েইছে, ‘বাপ বাপ হোতা হ্যায়’।

২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং পারুপাল্লি কাশ্যপের। তারও প্রায় তিন বছর আগে থেকে দু’জনের সম্পর্ক ছিল। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। কাশ্যপ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। চলতি বছরে তাঁদের সাত বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন ব্যাডমিন্টন তারকারা।

সম্প্রতি বলি নায়কের অনুকরণে নাচ করে তার ভিডিয়ো প্রকাশ করতে ফের প্রচারে আসেন সাইনা। ব্যাডমিন্টন তারকাকে ঘিরে ভালবাসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ব্যাডমিন্টন খেলার পাশাপাশি নাচেও পারদর্শী হয়ে উঠছেন সাইনা। তাঁর বাবার সঙ্গে এমন মিষ্টি সম্পর্ক দেখে মন ভরে গেল।’’

Advertisement
আরও পড়ুন