Viral Video

গাছের তলায় ‘ভাতঘুম’! আচমকা হাতি দেখে ভয়ে দল বেঁধে পালাল ‘সাহসী’ শিকারিরা, মজার ভিডিয়ো ভাইরাল

কোনও সিংহ অন্য সিংহীর গায়ে মাথা দিয়ে শুয়ে রয়েছে। কোনও সিংহী আবার গাছের ছায়ায় বসে বসে বিশ্রাম নিচ্ছে। সকলকে দেখে মনে হচ্ছে যেন দুপুরে খাওয়ার পর ভাতঘুম দিচ্ছে। কিন্তু এই বিশ্রামে ছেদ পড়ল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুপুরবেলা গাছের তলায় শুয়েবসে বিশ্রাম করছিল একদল সিংহ। জঙ্গলে গাড়ি নিয়ে সাফারি করতে বেরিয়ে সেই দৃশ্য দেখে সিংহের দলের কাছাকাছি চলে যান পর্যটকেরা। সিংহের দলটিকে দেখে ক্যামেরা বার করে ছবি তুলতে শুরু করেন তাঁরা। কিন্তু মুহূর্তের মধ্যে সেই দলটি ছন্নছাড়া হয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। আসলে, সিংহের দলের কাছাকাছি এসে পড়েছিল একটি হাতি। তাকে দেখেই ভয়ে লেজ গুটিয়ে নিজেদের এলাকা ছেড়ে পালিয়ে গেল সিংহ পরিবার। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাকওয়াভি_আফ্রিকান_সাফারিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাছের তলায় বিশ্রাম করছিল একদল সিংহ। কেউ বসে রয়েছে, কেউ আবার শুয়ে । সাফারি করতে বেরিয়ে এমন দৃশ্য দেখে সে দিকেই গাড়ি নিয়ে এগিয়ে যান পর্যটকেরা। কোনও সিংহ অন্য সিংহীর গায়ে মাথা দিয়ে শুয়ে রয়েছে। কোনও সিংহী আবার গাছের ছায়ায় বসে বসে বিশ্রাম নিচ্ছে। সকলকে দেখে মনে হচ্ছে যেন দুপুরে খাওয়ার পর ভাতঘুম দিচ্ছে। কিন্তু এই বিশ্রামে ছেদ পড়ল।

দূর থেকে ধীর গতিতে সিংহের দলের দিকে এগিয়ে যাচ্ছিল একটি হাতি। তা নজরে পড়তেই সিংহ-সিংহীরা ব্যস্ত হয়ে পড়ল। সকলে ভয় পেয়ে জঙ্গলের দিকে ছুট দিল। দলের এক সিংহী তার সঙ্গীদের এই হাবভাব দেখে কিছু বুঝতে পারল না। কারণ, হাতিটিকে লক্ষই করেনি সে। পরে পিছনে তাকাতেই হাতিটিকে দেখতে পায় সিংহীটি।

হঠাৎ হাতিটিকে আসতে দেখে চমকে গিয়ে অন্যদের মতো সেখান থেকে পালিয়ে যায় সে। এই ঘটনাটি তানজ়ানিয়ার সেরেঙ্গেটি জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহের সাহস তো মাত্র একটি হাতিকে দেখেই উবে গেল দেখছি!’’ আবার এক জন লিখেছেন, ‘‘পর্যটকদের সামনে নিজেদের সম্মান একেবারে নষ্ট করে দিল সিংহের দল।’’

Advertisement
আরও পড়ুন