ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দাড়ি নিয়ে নতুন নতুন পরীক্ষানিরীক্ষা করতে পছন্দ করেন তরুণ। কখনও কায়দা করে ছেঁটে ফেলেন, আবার কখনও দাড়ি বড় করতে শুরু করেন। সম্প্রতি দাড়ি নিয়ে অভিনব কিছু করতে চাইছিলেন তরুণ। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর অনুকরণ করে ২৬টি আলাদা ছাঁটে দাড়ি কেটে ফেললেন তিনি। প্রমাণস্বরূপ প্রতিটি ছাঁটের আলাদা আলাদা ছবি তুলে তা সমাজমাধ্যমের পাতায় পোস্টও করেছেন তরুণ (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মোভেম্বর_ইউকে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ২৬ ধরনের আলাদা ছাঁটে দাড়ি কেটে নিজস্বী তুলেছেন। ২৬টি ছবি জুড়ে তিনি একটি রিল বানিয়েছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ইংরেজি বর্ণমালার এ থেকে জ়েড পর্যন্ত ২৬টি অক্ষরের আকার নকল করে সেই অনুযায়ী দাড়ি কেটেছেন তরুণ।
প্রতিটি ছাঁটেই তাঁকে মানিয়েছে বলে নেটাগরিকদের একাংশের দাবি। জানা গিয়েছে, ওই তরুণ ব্রিটেনের বাসিন্দা। এমন অভিনব পরিকল্পনায় দাড়ি কেটেছেন দেখে কেউ কেউ আবার তরুণের সাহসের প্রশংসাও করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দাড়ি বড় করে আবার নতুন ছাঁটে দাড়ি কাটতে অনেকটা সময় লাগে। আপনি যে জনসমক্ষে এমন অভিনব ছাঁট নিয়ে ঘোরাফেরা করার সাহস দেখিয়েছেন, তার জন্য আপনাকে কুর্নিশ জানাই।’’