ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্টেশনে ট্রেন ঢুকতেই ট্রেনের ছাদে লাফিয়ে উঠে পড়লেন এক তরুণ। তার পর খালি গায়ে দিব্যি ট্রেনের ছাদের উপর দিয়ে হেঁটে চলে যেতে লাগলেন তিনি। পাছে কোনও অঘটন ঘটে যায়, সেই ভয়ে তরুণকে বাঁচাতে ট্রেনের ছাদে লাফিয়ে উঠে পড়লেন আরপিএফের এক জওয়ান। তরুণের পিছনে ছুটে ধরেবেঁধে প্ল্যাটফর্মে নামালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি সম্প্রতি উত্তরপ্রদেশের প্রতাপগঢ় জেলার মওহার ফাটক স্টেশনে ঘটেছে। বেনারস থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল কাশী বিশ্বনাথ এক্সপ্রেস ট্রেনটি। নির্দিষ্ট স্টেশনে ট্রেনটি পৌঁছোতেই তার ছাদে লাফিয়ে উঠে পড়েন এক তরুণ। ট্রেনটি চলতে শুরু করলে তরুণ পড়ে যেতে পারতেন। অথবা, হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসলে ভয়ঙ্কর কোনও বিপদও হতে পারত তাঁর।
কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না তরুণের। তিনি খালি গায়ে দিব্যি ট্রেনের ছাদের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিপদের সম্ভাবনা বুঝে ট্রেনের ছাদের উপরে উঠে পড়েন আরপিএফের এক জওয়ান। তরুণের পিছনে ছুটতে শুরু করেন তিনি। তরুণ তবুও কিছু বুঝতে পারছিলেন না। তরুণকে ধরতেই ট্রেনের ছাদে বেসামাল হয়ে পড়ে যান দু’জনে। ট্রেনের ছাদে শুয়েই তরুণের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় জওয়ানের। প্ল্যাটফর্মেও লোকজন জড়ো হয়ে যায়। কোনওক্রমে সেই তরুণকে ট্রেনের ছাদ থেকে নামাতে সফল হন আরপিএফের জওয়ান। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে জওয়ানের পদক্ষেপের প্রশংসা করেছেন নেটপাড়ার অধিকাংশ।