Viral Video

বিয়েবাড়িতে সকলের সামনে কোমর দুলিয়ে নাচ! স্ত্রীর ‘স্পর্ধা’ দেখে মারধর করতে শুরু করলেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষে সাউন্ডবক্স বাজানো হচ্ছে। সেই গানের সঙ্গেই তাল মিলিয়ে নাচছিলেন মহিলা। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন মহিলার স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষে সাউন্ডবক্সে জোরে জোরে গান বাজানো হয়েছে। শাড়ি পরে মাঝরাস্তায় কোমর দুলিয়ে নাচ করছিলেন এক মহিলা। গ্রামবাসীরা তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন। সকলে ওই মহিলার নাচ দেখছিলেন। সকলের সামনে স্ত্রীর নাচ করার ‘স্পর্ধা’ দেখে তেলেবেগুনে জ্বলে যান তাঁর স্বামী। হাততালি দিতে দিতেই লাথি মারতে শুরু করেন তাঁর স্ত্রীকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা মাঝরাস্তায় শাড়ি পরে নাচ করছেন। গ্রামবাসীরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। আসলে, সেই গ্রামেই বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষে সাউন্ডবক্স বাজানো হচ্ছে। সেই গানের সঙ্গেই তাল মিলিয়ে নাচছিলেন মহিলা। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন মহিলার স্বামী। হাততালি দিতে দিতে স্ত্রীর দিকে এগিয়ে যান তিনি।

মহিলা প্রথমে ভেবেছিলেন যে, তাঁর স্বামী বোধ হয় নাচের তাল দিচ্ছেন। কিন্তু স্বামী তত ক্ষণে রেগে আগুন। সকলের সামনে স্ত্রী নাচ করছেন দেখে খেপে গিয়েছিলেন তিনি। হাততালি দিতে দিতে স্ত্রীকে সকলের সামনে লাথি মারলেন তরুণ। ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন মহিলা। স্বামী যে আদতে তাঁকে মেরেছেন, তা বুঝতেই কিছু সময় লাগল তাঁর। বোঝামাত্রই স্বামীকে পাল্টা লাথি মারেন তিনি।

তার পর দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মারধর করতে করতে স্ত্রীকে দূরে সরিয়ে নিয়ে চলে যান তাঁর স্বামী। গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী-স্ত্রীর অশান্তি দেখতে থাকেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘স্ত্রী নাচ করতেই পারেন। এই সামান্য কারণের জন্য মারধর করার কী দরকার? তরুণের বিরুদ্ধে থানায় শারীরিক এবং মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করা প্রয়োজন।’’

Advertisement
আরও পড়ুন