Viral Video

খবর বলতে গিয়ে চমকে গেলেন সাংবাদিক! তরুণীর মুখে ডানা ঝাপটে পড়ল পাখি, ভাইরাল ভিডিয়ো

পাখিটি উড়ে গেলে ক্যামেরার বিপরীত দিকে মুখ ঘুরিয়ে ফেলেন টাইসন। টাইসনের চোখের পাশ থেকে রক্ত বেরোতে শুরু করে। পরে তরুণী সাংবাদিক আঘাতপ্রাপ্ত জায়গায় ছবি তুলে পোস্টও করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নিউজ়রুমে নয়, বাইরে খোলা জায়গায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে খবর বলছিলেন তরুণী সাংবাদিক। সঞ্চালনা করার সময় দ্বিতীয় বার শটটি দিচ্ছিলেন তিনি। হঠাৎ একটি পাখি কোথা থেকে উড়ে এসে তরুণীর মুখে গিয়ে পড়ল। ঘটনাটির আকস্মিকতায় চমকে উঠলেন তিনি। তরুণীর মুখে ডানা ঝাপটে আবার অন্য দিকে উড়ে গেল পাখিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এবিসি৭নিউজ়বায়ারিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে খবর পড়ছিলেন। দ্বিতীয় বার টেক নেওয়ার সময় তরুণীর মুখে একটি পাখি উড়ে আসে। ডানা ঝাপটে আবার অন্য দিকে উড়ে চলে যায়। সম্প্রতি এই ঘটনাটি নিউ জ়িল্যান্ডের অকল্যান্ডের কমার্শিয়াল বে এলাকায় ঘটেছে। সেই তরুণী সাংবাদিকের নাম জেস টাইসন।

টাইসনের দাবি, ক্যামেরার সামনে সঞ্চালনা করার সময় হঠাৎ তাঁর মুখে একটি পাখি উড়ে এসে ধাক্কা দেয়। তার পর চটপট টাইসনের মুখে ডানা ঝাপটে উড়ে যায় সে। পাখিটি উড়ে গেলে ক্যামেরার বিপরীত দিকে মুখ ঘুরিয়ে ফেলেন টাইসন। টাইসনের চোখের পাশ থেকে রক্ত বেরোতে শুরু করে। পরে তরুণী সাংবাদিক আঘাতপ্রাপ্ত জায়গায় ছবি তুলে জানান যে, বাঁ চোখের পাশে আঘাত লেগে রক্ত বেরোতে শুরু করেছিল।

তবে, চিকিৎসকের কাছে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। টাইসন আঘাত পেয়েছেন দেখে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এক প্রত্যক্ষদর্শী। কাছেই ছিল তাঁর অফিস। সেখানে টাইসনকে নিয়ে গিয়েছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করলে সেখান থেকে বেরিয়ে পড়েন টাইসন। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন