Viral Video

মাথায় তরোয়াল রেখে কোমর দুলিয়ে নাচ কিশোরীর, প্রশংসায় ভরালেন বলি নায়িকা, ভাইরাল ভিডিয়ো

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যান্টম’ ছবির একটি গান ‘আফগান জালেবি’। সেই গানের সঙ্গেই নাচ করতে দেখা গেল লাবণ্যকে। তরোয়ালের ভারসাম্য বজায় রেখে ‘বেলি ডান্স’ করছিল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হিন্দি গান বাজিয়ে কোমর দুলিয়ে নাচ করছে কিশোরী। ক্যামেরা চালু করে ‘বেলি ডান্স’ করছিল সে। কিন্তু নেটাগরিকদের নজর কেড়েছিল অন্য বস্তু। তরোয়াল নিয়ে নৃত্য প্রদর্শন করছিল সেই কিশোরী। কখনও কোমরে রেখে, কখনও আবার তরোয়ালটি মাথায় নিয়ে তার ভারসাম্য বজায় রেখে নাচ করছিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কিশোরীর নাম লাবণ্য দাস মানিকপুরী। ছত্তীসগঢ়ের বাসিন্দা সে। তার বয়স মাত্র ১৬ বছর। নিপুণ ভাবে ‘বেলি ডান্স’ করতে পারে সেই ষোড়শী। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যান্টম’ ছবির একটি গান ‘আফগান জালেবি’। সেই গানের সঙ্গেই নাচ করতে দেখা গেল লাবণ্যকে। তরোয়ালের ভারসাম্য বজায় রেখে ‘বেলি ডান্স’ করছিল সে। তরোয়ালটি কখনও কোমরে, কখনও আবার মাথায় রাখছিল লাবণ্য।

কোমর দুলিয়ে নাচ করার সময় তরোয়ালটি মাঝেমধ্যে নীচেও পড়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তরোয়াল নিয়েই নাচ করতে সফল হল সে। নাচের ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে পোস্টও করেছে লাবণ্য। সেই ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকের অধিকাংশ। বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ও মন্তব্য করেছেন, ‘‘খুব ভাল।’’ তবে, কিশোরীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ ভাবে তরোয়াল নিয়ে নাচ করা খুবই বিপজ্জনক। কিশোরীর চোট লেগে যেতে পারত।’’

Advertisement
আরও পড়ুন