Viral Video

পানশালায় নতুন ‘অতিথি’! বুকে ভর দিয়ে টহল দিয়ে বেড়াল সিলের ছানা, মজার ভিডিয়ো ভাইরাল

একটি সিলের ছানা পানশালার ভিতর ঢুকে পড়েছে। তার পর বুকে ভর দিয়ে সে পানশালাময় ঘুরে বেড়াচ্ছে। কয়েক জন সিলের ছানাটিকে সাবধানে তুলে ধরার জন্য পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারের পানশালার দরজা খোলা দেখে সেখানে ঢুকে পড়ল একটি সিলের ছানা। বুকে ভর দিয়ে সারা পানশালা জুড়ে ঘুরে বেড়াল সে। উদ্ধারকর্মীদের খবর পাঠাতেই তাকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘প্যাপ্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়‌েছে যে, একটি সিলের ছানা পানশালার ভিতর ঢুকে পড়েছে। তার পর বুকে ভর দিয়ে সে পানশালাময় ঘুরে বেড়াচ্ছে। কয়েক জন সিলের ছানাটিকে সাবধানে তুলে ধরার জন্য পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছিল। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া সিলের ছানাটিকে উদ্ধার করা সম্ভব ছিল না। পরে উদ্ধারকর্মীদের খবর পাঠাল‌ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং সিলের ছানাটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি গত রবিবার নিউ জ়িল্যান্ডের রিচমন্ড এলাকার একটি পানশালায় ঘটেছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সে দিন সিলের ছানাটিকে খোলা জায়গায় ঘোরাঘুরি করতে দেখেছিলেন। শেষমেশ পানশালার তরফে খবর দেওয়া হলে সিলের ছানাটিকে উদ্ধার করতে সফল হন তাঁরা।

Advertisement
আরও পড়ুন