ICC T20 World Cup 2026

আইসিসির ভারতীয় সদস্যকে ভিসা দিল না বাংলাদেশ! টি২০ বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা, সমাধান করতে পারবেন জয়?

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জট কাটাতে বাংলাদেশে যাওয়ার কথা ছিল আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের। সেই দলের ভারতীয় সদস্যকে ভিসা দিল না বাংলাদেশ সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:২৯
picture of cricket

জয় শাহ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জট কাটানোর চেষ্টা করছে জয় শাহের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অথচ তাদের সঙ্গেই অসহযোগিতার অভিযোগ উঠল বাংলাদেশের বিরুদ্ধে। সমস্যা সমাধানে আইসিসির একটি প্রতিনিধি দলের বাংলাদেশে যাওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন তাঁরা। অথচ আইসিসির প্রতিনিধি দলের ভারতীয় সদস্যকে ভিসা দিল না বাংলাদেশ। ‘প্রথম আলো’-সহ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

Advertisement

আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশে যাওয়ার কথা ছিল আলোচনার জন্য। কিন্তু ভারতীয় সদস্যকে ভিসা না দেওয়ায় আইসিসির দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিষয়ক শাখার প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একাই যাচ্ছেন কথা বলতে। শনিবার বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। এফগ্রেভের সঙ্গে ঢাকা যাওয়ার কথা ছিল আইসিসির এক জন সিনিয়র কর্তার। তিনি ভারতীয় হওয়ায় তাঁর ভিসার আবেদন মঞ্জুর করেনি বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার। ওই কর্তার নাম প্রকাশ করেনি আইসিসি। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে বিষয়টি জানা গিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজুর রহমানকে আগামী আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। প্রতিবাদে সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি কর্তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে রাজি নন। ভারতের লিটন দাসের দলের নিরাপত্তার সমস্যা হতে পারে বলে দাবি বিসিবির। বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে তারা। সব ব্যবস্থা হয়ে যাওয়ায় এখন বিশ্বকাপের সূচি বদল সম্ভব নয় বলে জানায় আইসিসি। দু’পক্ষের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালির পর ভার্চুয়ার বৈঠকেও জট খোলেনি। আইসিসির প্রতিনিধিদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ খারিজ করে দেন বিসিবি কর্তারা। তাঁরা ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানেই অনড় থাকেন। জট ছাড়াতে বাংলাদেশে গিয়ে মুখোমুখি কথা বলার সিদ্ধান্ত নেয় আইসিসি। ঠিক হয় দু’সদস্যের প্রতিনিধি দল ঢাকায় যাবে। সেই দলের একজন ভারতীয় হওয়ায়, তাঁকে ভিসা দেয়নি বাংলাদেশ।

এ নিয়ে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি আইসিসি। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যে জড়াতে চায় না আইসিসি। তবে প্রতিনিধি দলের এক সদস্য ভিসা না পাওয়ায় অসন্তুষ্ট আইসিসি। এফগ্রেভের রিপোর্টের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন জয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের যে সূচি প্রকাশিত হয়েছে, সেই মতোই প্রতিযোগিতা আয়োজন করতে চায় আইসিসি। শেষ মুহূর্তে সূচি পরিবর্তনের বিভিন্ন সমস্যার কথা বলে বিসিবি কর্তাদের বোঝানোর চেষ্টা করবেন এফগ্রেভ। বিসিবি ভারতে দল পাঠানোর অবস্থানেই অনড় থাকলে পরবর্তী পদক্ষেপ করবেন জয়রা। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করছে।

Advertisement
আরও পড়ুন