Taskin Ahmed

মারধর, হুমকি! বন্ধুর অভিযোগে বিপাকে তাসকিন, শুরু তদন্ত, অস্বীকার বাংলাদেশের বোলারের

তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তাঁরই এক বন্ধু। অভিযোগ, ঢাকার সনি সিনেমা হলের সামনে অভিযোগকারীর সঙ্গে ঝামেলায় জড়ান তাসকিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২৩:১৩
Picture of Taskin Ahmed

তাসকিন আহমেদ। —ফাইল চিত্র।

আইনি বিপাকে তাসকিন আহমেদ। বাংলাদেশের জোরে বোলারের বিরুদ্ধে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তাঁরই এক বন্ধু। সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোমবার। বিতর্কের মুখে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন।

Advertisement

তাসকিনের বিরুদ্ধে ঘুষি মারা এবং হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সিফাতুর। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে ঢাকার সনি সিনেমা হলের সামনে সিফাতুরের সঙ্গে ঝামেলায় জড়ান তাসকিন। তিনি সে সময়ই সিফাতুরকে মারধর করেন এবং হুমকি দেন বলে অভিযোগ।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাজ্জাদুর রহমান। তিনি বলেছেন, ‘‘সিফাতুরকে সিনেমা হলের সামনে ডাকেন তাসকিন। তার পর জাতীয় দলের ক্রিকেটার সেখানে সিফাতুরকে মেরেছেন এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’ তাসকিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘‘অভিযোগ অসত্য এবং রং চড়ানো।’’

বিষয়টি অজানা নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন হওয়ায় তাঁরা এখনই কোনও পদক্ষেপ করতে পারবেন না। তিনি বলেছেন, ‘‘তাসকিন অপরাধী প্রমাণিত হলে তার পর কিছু বলা যেতে পারে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। এটা ক্রিকেট বোর্ডের এক্তিয়ারে নয়। তাসকিন অভিযোগ অস্বীকার করেছে। আমরা তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করব।’’ জাতীয় দলের ক্রিকেটারেরা যাতে এই ধরনের বিতর্কে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতে একটি কর্মশালা আয়োজনের কথা ভাবছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন