Sharfuddoula Saikat

মুস্তাফিজুর বিতর্কের মাঝে ভারতে বাংলাদেশের আম্পায়ার, নির্বিঘ্নে শুভমনদের ম্যাচের দায়িত্ব সামলাচ্ছেন সরফুদ্দৌলা

লিটন দাসদের নিরাপত্তার সমস্যা হতে পারে। এই আশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল পাঠাতে রাজি নন বিসিবি কর্তারা। ভারতে এসে অবশ্য নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আম্পায়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮
picture of cricket

শরফুদ্দৌলা সৈকত। ছবি: এক্স।

মুস্তাফিজুর রহমান বিতর্কে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না আসার অবস্থানে অনড়। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এখনও দড়ি টানাটানি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর মধ্যেই ভারতে এসেছেন এলিট প্যানেলে থাকা বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। রবিবার ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম এক দিনের ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বও সামলাচ্ছেন নির্বিঘ্নে।

Advertisement

ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য লিটন দাসের দলকে ভারতে পাঠাতে নারাজ বিসিবি কর্তারা। তাঁদের সেই আশঙ্কা যে সঠিক নয়, তা প্রমাণ হয়ে গেল রবিবার। ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ়ের অন্যতম নিরপেক্ষ আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা। চলতি বিতর্কের মধ্যেই ভারতে এসেছেন বাংলাদেশের আম্পায়ার।

শুধু ভারতেই আসেননি শরফুদ্দৌলা, আইসিসির দেওয়া নির্দিষ্ট দায়িত্বও পালন করছেন তিনি। ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ়ে জন্য দু’জন নিরপেক্ষ আম্পায়ারকে দায়িত্ব দিয়েছে আইসিসি। বাংলাদেশের শরফুদ্দৌলা এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এসেছেন ভারতে। রবিবারের ম্যাচে ইলিংওয়ার্থ রয়েছেন মাঠে। শরফুদ্দৌলা তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছেন। বডোদরায় নির্বিঘ্নেই কাজ করছেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যারও মুখোমুখি হতে হয়নি বাংলাদেশের আম্পায়ারকে।

ঢাকার বাসিন্দা শরফুদ্দৌলা এখনও পর্যন্ত ৩২টি টেস্ট, ১১৮টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৭৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দায়িত্ব পালন করেছেন। মহিলাদের ৪৫টি আন্তর্জাতিক ম্যাচেও দায়িত্ব সামলেছেন। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে জায়গা পেয়েছেন আইসিসির এলিট প্যানেলে।

Advertisement
আরও পড়ুন