(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।
অনুশীলনে চোট পেয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। আঘাত লাগার সঙ্গে সঙ্গে পন্থের মুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। নেটের এক ধারে গিয়ে মাটিতে বসে পড়েন পন্থ। সে সময় কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলের ভূমিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চলছে সমালোচনা।
শনিবার অনুশীলনে ডান দিকের কুঁচকিতে চোট পান উইকেটরক্ষক-ব্যাটার। পন্থের পেশিতে টান লেগেছে। ডাক্তারি ভাষায় যার নাম ‘অবলিক মাস্ল টিয়ার’। ঘটনার সময় পন্থকে যন্ত্রণায় কাতরাতে দেখেও কোচ এবং অধিনায়কের মধ্যে কোনও সক্রিয়তা দেখা যায়নি। সেই সময়ের ভিডিয়োয় দেখা গিয়েছে, নেটের ধারে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন গম্ভীর এবং শুভমন। কেউই এগিয়ে আসেননি আহত পন্থের দিকে। তবে কাছে থাকা ভারতীয় দলের অন্য সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারেরা ছুটে যান পন্থের কাছে।
গম্ভীর এবং শুভমনের এই আচরণ অমানবিক বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘নির্লজ্জ।’’ আর এক জন লিখেছেন, ‘‘কোচ এবং অধিনায়কের কাছে এটা প্রত্যাশিত নয়। জঘন্য আচরণ।’’ বহু ক্রিকেটপ্রেমী ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন ‘উদাসীন’ গম্ভীর এবং শুভমন।