Amit Passi

ভারতের ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড, পাকিস্তানের ব্যাটারের নজির স্পর্শ এ দেশের অমিতের

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে বিশ্বরেকর্ড করলেন বডোদরার উইকেটরক্ষক ব্যাটার অমিত পাসি। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে শতরানও করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২
picture of cricket

অমিত পাসি। ছবি: এক্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অমিত পাসি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সোমবার সার্ভিসেসের বিরুদ্ধে নজির গড়লেন বডোদরার ২৬ বছরের ক্রিকেটার। ওপেন করতে নেমে করলেন ৫৫ বলে ১১৪ রান।

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অমিত। পাকিস্তানের বিলাল আসিফ ২০২৫ সালে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে ১১৪ রান করেছিলেন। গত ১০ বছর ধরে অক্ষত রয়েছে তাঁর বিশ্বরেকর্ড। সোমবার আসিফের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অমিত।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে আরও একটি নজির গড়েছেন তরুণ ক্রিকেটার। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে শতরান করলেন তিনি। এর আগে ২০০৯ সালে চণ্ডীগড়ের হয়ে শিবম ভাম্বরি ১০৬ এবং ২০১০ সালে হায়দরাবাদের হয়ে প্রোদুতুরি অক্ষত রেড্ডি অপরাজিত ১০৫ করেছিলেন ২০ ওভারের ক্রিকেটের অভিষেক ম্যাচে।

সার্ভিসেসের বিরুদ্ধে ২৪ বলে অর্ধশতরান এবং ৪৪ বলে শতরান পূর্ণ করেন অমিত। তাঁর ১১৪ রানের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ৯টি ছক্কা। বডোদরার প্রথম উইকেটরক্ষক জিতেশ শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলার জন্য ভারতীয় শিবিরে চলে গিয়েছেন। তাঁর পরিবর্তে সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয় অমিতের।

অমিতেক ১১৪ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে বডোদরা করে ৫ উইকেটে ২২০ রান। বডোদরার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ভানু পানিয়ার ১৫ বলে অপরাজিত ২৮। অভিষেক তিওয়ারি ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন। জবাবে ৮ উইকেটে ২০৭ রান করে সার্ভিসেস। দুই ওপেনার কুনওয়ার পাঠক (২৯ বলে ৫১) এবং রবি চৌহান (৩২ বলে ৫১) ভাল শুরু করেন। তিন নম্বরে নেমে অধিনায়ক মোহিত অহলাওয়াট করেন ২২ বলে ৪১ রান। তবু সার্ভিসেসকে ১৩ রানে হারতে হল মিডল অর্ডারের ব্যর্থতায়। ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন বডোদরার রাজ লিম্বানি।

Advertisement
আরও পড়ুন