Ayush Mhatre Record

ভেঙে গেল রোহিতের রেকর্ড! মুস্তাক আলিতে কনিষ্ঠতম হিসাবে নজির ব্যাটারের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে শতরান করেছেন আয়ুষ মাত্রে। এই শতরানের পর রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৮:১৪
cricket

আয়ুষ মাত্রে। —ফাইল চিত্র।

অল্প বয়সেই ভারতীয় ক্রিকেটে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন আয়ুষ মাত্রে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে শতরান করেছেন মুম্বইয়ের ব্যাটার। সেই সঙ্গে রেকর্ড গড়েছেন তিনি। মুম্বইয়েরই রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন আয়ুষ।

Advertisement

ক্রিকেট ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ক্রিকেটের তিনটি ফরম্যাট, প্রথম শ্রেণি, লিস্ট এ ও টি২০-তে শতরান করেছেন আয়ুষ। আগে এই রেকর্ড রোহিতের দখলে ছিল। তিনি ১৯ বছর ৩৩৯ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। আয়ুষ তা করেছেন ১৮ বছর ১৩৫ দিন বয়সে।

তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চন্দ। ২০ বছর বয়সে তিন ফরম্যাটেই শতরান করেছিলেন তিনি। ২০ বছর ৬২ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের আহমেদ শাহজ়াদ। ২০ বছর ৯৭ দিন বয়সে তিনি এই কীর্তি গড়েছিলেন। সকলকে ছাপিয়ে দিয়েছেন আয়ুষ।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে আয়ুষকে। সেই দলেই খেলে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। আয়ুষের ওপেনিং জুটি বৈভব। ১২ ডিসেম্বর থেকে শুরু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেখানেও আয়ুষ ও বৈভবকেই দেখা যাবে ভারতের ওপেনিংয়ে।

এর আগে যুব টেস্টে দ্বিতীয় দ্রুততম শতরান করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছিলেন আয়ুষ। গত বার আইপিএলের মাঝে রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত ক্রিকেটার হিসাবে আয়ুষকে সই করিয়েছিল চেন্নাই। মাত্র সাতটি ম্যাচে ২৪০ রান করেছিলেন তিনি। ৩৪.২৯ গড় ও ১৮৮.৯৮ স্ট্রাইক রেটে রান করেছিলেন। সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছিলেন আয়ুষ। সেই কারণে এ বার আয়ুষকে ধরে রেখেছে চেন্নাই। আগামী আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনিদের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement
আরও পড়ুন