Prithvi Shaw

দল বদলেই সাফল্য পৃথ্বীর, বুচি বাবু ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচে শতরান ওপেনিং ব্যাটারের

নতুন মরসুম শুরুর আগে ফর্মে ফেরার ইঙ্গিত পৃথ্বী শয়ের ব্যাটে। বুচি বাবু ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচেই শতরান করলেন। এ বারই মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছেন ২৫ বছরের ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৭:৫৬
picture of Prithvi Shaw

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

দল বদলে মুম্বই থেকে মহারাষ্ট্রে গিয়েছেন পৃথ্বী শ। নতুন দলের হয়ে প্রথম ম্যাচেই শতরান করলেন তিনি। বুচি বাবু ট্রফির প্রথম ম্যাচে পৃথ্বীর ব্যাট থেকে এল ১১১ রানের ইনিংস। ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২২ বলে শতরান পূর্ণ করেন তিনি।

Advertisement

রান পাচ্ছিলেন না। সমস্যা ছিল ফিটনেস নিয়ে। গত মরসুমে বার বার শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ওঠে পৃথ্বীর বিরুদ্ধে। ভারতীয় দলের ওপেনার বাদ পড়েন মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। ক্রিকেটীয় এবং অক্রিকেটীয় নানা কারণে তাঁর উপর ভরসা করতে পারছিল না টিম ম্যানেজমেন্ট। মুম্বইয়ের ক্রিকেট কর্তারাও বিরক্ত ছিলেন পৃথ্বীকে নিয়ে। শেষ পর্যন্ত এ বছর মুম্বই ছেড়ে পৃথ্বী যোগ দেন মহারাষ্ট্রে। বিজয় হজারে ট্রফির দলে সুযোগ না পাওয়ার পর মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন ২৫ বছরের ব্যাটার।

ওপেনিং জুটিতে সচিন ধাসের সঙ্গে ৭১ রান তোলেন পৃথ্বী। তার পর ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মহারাষ্ট্র। পৃথ্বী অবশ্য ২২ গজের এক দিক আগলে রেখেছিলেন। শেষ পর্যন্ত ১৪টা চার এবং ১টা ছয়ের সাহায্যে ১৪১ বলে ১১১ রান করেন। ব্যাট হাতে ব্যর্থদের মধ্যে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড় এবং মহারাষ্ট্রের অধিনায়ক অঙ্কিত বাওয়ানে। পঞ্চম উইকেটের জুটিতে সিদ্ধার্থ মাত্রের সঙ্গে ৫৭ রান তোলেন পৃথ্বী।

মূলত পৃথ্বীর ব্যাটই মহারাষ্ট্রের ব্যাটিং ধস রুখে দেয়। দিনের প্রথম দুই সেশনে পৃথ্বীর ব্যাট থেকেই আসে মহারাষ্ট্রের ৭৫ শতাংশের বেশি রান। নতুন মরসুম শুরুর আগেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন দেশের হয়ে ৫টা টেস্ট, ৬টা এক দিনের ম্যাচ এবং ১টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পৃথ্বী।

Advertisement
আরও পড়ুন