প্রতিনিধিত্বমূলক ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে কি না, তা নিয়ে যখন নাটক তুঙ্গে, তখন নতুন বিতর্ক সে দেশের ক্রিকেটে। ম্যাচ গড়াপেটার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর এক কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হল।
বিসিবির ইনটিগ্রিটি ইউনিট বোর্ডেরই পরিচালক মহম্মদ মোকলেসুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি গড়াপেটা করেছেন। ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, রিয়াসাত আজিম নামে এক ইউটিউবার তাঁর চ্যানেলে ফোনের বেশ কিছু কথোপকথন আপলোড করেছেন। ওই কথোপকথন মোকলেসুর এবং বিপিএলের দল নোয়াখালি এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের মধ্যে। সেখানে শোনা যায়, ম্যাচগুলি কী ভাবে খেলা হবে সে বিষয়ে মোকলেসুরকে তৌহিদ নির্দেশ দিচ্ছেন। এর ফলে খেলার সততা ও স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়েছে বলে অভিযোগ।
বিসিবির এক কর্তা বলেন, ‘‘বিসিবির ইনটিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এর মধ্যেই মোকলেসুর বিসিবির অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন।’’
মোকলেসুর ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটকে বলেন, ‘‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটি-সহ অন্য সকল দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি। তবে আমি বোর্ডের পরিচালক হিসাবে থাকব। আমি চাই এই ঘটনার স্বচ্ছ তদন্ত হোক।’’