বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা। —ফাইল চিত্র।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না-খেলার দাবিতে অনড় থেকেই আইসিসিকে ফের চিঠি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবি নিরপেক্ষ কমিটিতে পাঠানোর আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, আইসিসি এই অনুরোধে সাড়া দেবে বলে আশাবাদী বিসিবি।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন, কোনও ভাবেই ভারতে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না। পরিবর্তে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা অন্য কোনও নিরপেক্ষ দেশে রাখা হোক। আইসিসি অবশ্য আগেই জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে বাংলাদেশকে। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আসিফ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আইসিসি-কে ফের ইমেল করা হয়েছে। সেখানেই নিরপেক্ষ কমিটির হস্তক্ষেপের আর্জি রয়েছে বলে খবর।
আইসিসি পরিচালিত কোনও বিষয় নিয়ে বিতর্ক হলে তা নিরপেক্ষ বিরোধ নিষ্পত্তি কমিটিতে পাঠানো হয়। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি যে কোনও বিতর্কের সুরাহা করে। ইমেলে বিসিবি অনুরোধ করেছে, বিশ্বকাপে তাদের ম্যাচগুলির স্থান পরিবর্তনের দাবি ওই কমিটির কাছে পাঠানো হোক। সেখানে যা সিদ্ধান্ত হবে, বাংলাদেশ বোর্ড তা মেনে নেবে। এই অনুরোধে আইসিসি সাড়া দেবে কি না, এখনও স্পষ্ট নয়। কারণ, আগেই তারা বাংলাদেশ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তা যদি হয়, তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে না।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। এ বার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ রয়েছে কলকাতা এবং মুম্বইয়ে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলে খেলতে না-দেওয়ায় বাংলাদেশও জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে কোনও ম্যাচ খেলতে পারবে না। আর্থিক ক্ষতি মেনে নিয়েও ক্রিকেটারদের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ। তবে বিসিবির এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা হাল ছাড়বেন না। নিজেদের দাবি আইসিসিকে জানিয়ে যেতেই থাকবেন। অর্থাৎ, বল আইসিসির কোর্টেই রাখতে চায় বাংলাদেশ।