WPL 2026

নিলামের দিনই মেয়েদের আগামী আইপিএলের দিন জানিয়ে দিল বোর্ড, দুই শহরে হবে এ বারের প্রতিযোগিতা

বৃহস্পতিবার দিল্লিতে হল মেয়েদের আইপিএলের নিলাম। পাঁচ দল কিনল মোট ৬৭ জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে ২৩ জন বিদেশি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২১:৩৫
cricket

মেয়েদের আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

মেয়েদের আইপিএলের আগামী মরসুমের শুরু ও ফাইনালের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দিল্লিতে হল মেয়েদের আইপিএলের নিলাম। পাঁচ দল কিনল মোট ৬৭ জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে ২৩ জন বিদেশি। নিলামের দিনেই হল এই ঘোষণা।

Advertisement

নিলামের শুরুতে মেয়েদের আইপিএলের চেয়ারম্যান জয়েশ জর্জ ঘোষণা করেন, ২০২৬ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতায়। ফাইনাল ৫ ফেব্রুয়ারি। এ বার নবি মুম্বই ও বরোদার মাঠে হবে খেলা। অর্থাৎ, এই দুই শহরেই হবে মেয়েদের আইপিএল। নবি মুম্বইয়ে হবে আইপিএলের উদ্বোধন। ফাইনালও হবে সেখানেই।

গত বার চারটি মাঠে হয়েছিল মেয়েদের আইপিএল। মুম্বই ও বরোদা ছাড়াও বেঙ্গালুরু ও লখনউয়ে হয়েছিল খেলা। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। এ বার ব্রেবোর্নের বদলে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে। এই মাঠেই ভারত মহিলাদের বিশ্বকাপ জিতেছে। আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হওয়ায় চিন্নাস্বামীতে এ বার হবে না মেয়েদের আইপিএল।

নিলামের আগে জল্পনা শুরু হয়েছিল যে, আগামী মরসুমে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। বিশেষ করে ভারত মহিলাদের বিশ্বকাপ জেতার পর সেই সম্ভাবনা আরও বেড়েছিল। কিন্তু আপাতত বোর্ড তা স্থগিত রেখেছে। এ বার মাঠের সংখ্যা আরও কমেছে।

Advertisement
আরও পড়ুন