IPL 2025

এক সপ্তাহ পরেই আইপিএল শুরুর ভাবনা বোর্ডের, প্রথম দিন কোন ম্যাচ, ঠিক হয়ে গেল তা-ও

ধর্মাশালায় ব্ল্যাকআউটের জন্য বাতিল হওয়া পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়েই শুরু হতে পারে আইপিএলের দ্বিতীয় দফা। প্রতিযোগিতা শেষ করার জন্য নিরাপদ পাঁচটি জায়গার কথা ভাবা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১২:৫৮
picture of IPL trophy

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে আইপিএল। এক সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার ধর্মশালায় ব্ল্যাকআউটের জন্য বাতিল হওয়া পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়েই শুরু হতে পারে দ্বিতীয় দফা। বোর্ড সূত্রে খবর, দলগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Advertisement

পরিস্থিতির দিকে নজর রাখছেন বিসিসিআই কর্তারা। নিরাপদে কী ভাবে আইপিএল শেষ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে তাঁদের মধ্যে। বর্তমান পরিস্থিতিতে সূচি এবং ম্যাচের জায়গা পরিবর্তন করে দু’সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে। গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকেও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

শুক্রবার বোর্ড কর্তারা জরুরি বৈঠক করেন। আইপিএলের সব অংশীদারের মতামত নেওয়া হয়েছে। আইপিএলের বাকি ম্যাচগুলি দক্ষিণ এবং পূর্ব ভারতের স্টেডিয়ামগুলিতে করার করার কথা ভাবা হচ্ছে। পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে দূরের শহরগুলিকে নিরাপদ বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, বিশাখাপত্তনম এবং কলকাতাকে প্রাথমিক ভাবে বাছা হয়েছে। কারণ এই শহরগুলির জনজীবন এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তাই দলগুলির যাতায়াতে সমস্যা হবে না। খেলা শেষ হওয়ার পর বিদেশি ক্রিকেটারেরাও দ্রুত দেশে ফেরার বিমান ধরতে পারবেন। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা।

নিরাপত্তার স্বার্থে বিদেশি ক্রিকেটারদের আপাতত নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়েছিল দলগুলিকে। শুক্রবারের বৈঠকে বলা হয়েছে, এক সপ্তাহ পর প্রতিযোগিতা শুরু হলে যাতে সবাইকে আবার ফিরিয়ে আনা যায়, তার ব্যবস্থা করে রাখতে। দলগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন