Shah Rukh Khan

বিজেপি মন্ত্রীর রোষানল থেকে মুক্তি পেলেন সলমন, তবে শাহরুখকে কেন ‘দেশদ্রোহী’ তকমা?

কে সলমন কে শাহরুখ, সবটাই ঘেঁটে ফেললেন উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী। অবশেষে ভুল স্বীকার করে কোন নিদান দিলেন রঘুরাজ সিংহ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪
UP Minister Raghuraj Singh Withdraws Anti-National Remark On Salman Khan over shah rukh khan

(বাঁ দিকে) সলমন খান (ডান দিকে) শাহরুখ খান । ছবি: সংগৃহীত।

বলিউডের দুই শীর্ষতারকার মধ্যে গুলিয়ে ফেললেন উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী। সলমন খানকে শাহরুখ খান ভেবে মস্ত ভুল করে বসলেন ঠাকুর রঘুরাজ সিংহ। দুই অভিনেতার নাম ঘেঁটে ফেলে সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উজাড় করে সলমন খানকে দেশদ্রোহীর তকমা দিয়ে বসলেন। শুধু তা-ই নয়, অভিনেতাকে ফাঁসিতে ঝোলানোরও নিদান দিলেন। কিন্তু তাঁর এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হতেই মন্ত্রী জানান, তাঁর সমস্ত নিদান আসলে শাহরুখের জন্য। ভুল করে সলমনের নাম লিখে ফেলেছেন।

Advertisement

তিনি সম্প্রতি বলেন, ‘‘সলমনের সব ভালবাসা পাকিস্তানের প্রতি। তাঁকে সেখানেই পাঠিয়ে দেওয়া হোক। ও একটা দেশদ্রোহী, ওকে ফাঁসিতে তোলা হোক।’’ ১৫ জানুয়ারি সকাল হতেই অন্য কথা তাঁর মুখে। তিনি সাফ জানান, ভুল করেছেন তিনি, শাহরুখকে সলমন ভেবেছেন। ওই মন্ত্রী বলেন, ‘‘আসলে পাকিস্তান কোনও সমস্যায় পড়লে ওঁর দরদ উথলে ওঠে। টাকাপয়সাও দান করেন সেখানে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নীরব। আমি শাহরুখের নাম নিতে চেয়েছিলাম, ভুলবশত সলমনের নাম নিয়ে ফেলেছি।’’

আসন্ন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার পরেই বলিউডের বাদশাকে কটাক্ষ করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা ঠাকুর সঙ্গীত সোম। এমনকি, শাহরুখকে ‘গদ্দর’ বলেও তোপ দাগেন তিনি। এ বার সেই তালিকায় নয়া সংযোজন এই রঘুরাজ সিংহ। শাহরুখ খানকে দেশদ্রোহী বললেও সলমন খানকে অবশ্য ভাল অভিনেতার তকমা দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন