MS Dhoni as Indian Team Mentor

ধোনিকে ভারতীয় ক্রিকেটের বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব বোর্ডের! গম্ভীরের উপর কি ভরসা হারাচ্ছে বিসিসিআই

আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় মহেন্দ্র সিংহ ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ২৩:০১
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

নতুন দায়িত্ব পেতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কি গম্ভীরের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড?

Advertisement

‘ক্রিকব্লগার’ এক রিপোর্টে জানিয়েছে, ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক আধিকারিক বলেন, “ধোনিকে আরও এক বার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ওর মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে।”

এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখছে না বোর্ড। ছোট ফরম্যাটে গম্ভীর সফল। চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। তা হলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে? হতে পারে, রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড। কোনও সমস্যা হলে যাতে ক্রিকেটারেরা ধোনির কাছে যেতে পারেন, পরামর্শ নিতে পারেন, সেই ব্যবস্থা করতে চাইছে বিসিসিআই।

ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে মেন্টর করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ। কিন্তু সে বার সাফল্য পাননি ধোনি। বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল। বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি।

এ বার আবার ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, অবশ্যই গম্ভীর। দু’জন একই সময়ে ভারতীয় দলে খেলেছেন। ধোনিকে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন গম্ভীর। কিন্তু তাঁদের পরিকল্পনা মেলে না। আগেও অনেক বার ধোনির সমালোচনা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। এই অবস্থায় দু’জনে এক দলে থাকলে হিতে বিপরীত হতে পারে। সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব না-ও মানতে পারেন।

২০২৬ সালে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে ছোট ফরম্যাটের বিশ্বকাপ জিতেছে ভারত। তৃতীয় বার দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবেন সূর্যকুমার যাদবেরা। এখন প্রশ্ন, সেখানে কি ভারতের ডাগআউটে দেখা যাবে ধোনিকে?

Advertisement
আরও পড়ুন