এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ একটি প্রকল্পে কাজের সুযোগ। প্রকল্পে বিভিন্ন পদমর্যাদায় কর্মী প্রয়োজন। এ জন্য নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে।
প্রতিষ্ঠানে রিসার্চ সায়েন্টিস্ট-১ (সায়েন্টিস্ট বি), রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) এবং ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ তিনটি। তাঁকে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ হেল্থ রিসার্চ-এর অর্থপুষ্ট মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট স্কিমের অধীনে কাজ করতে হবে।
নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। যা পরবর্তীকালে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে। প্রতি মাসে রিসার্চ সায়েন্টিস্ট-১ পদে নিযুক্তকে ৫৬,০০০ টাকা, রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) পদে নিযুক্তকে ৬৭,০০০ টাকা এবং ল্যাব টেকনিশিয়ান পদে নিযুক্তকে ২০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
রিসার্চ সায়েন্টিস্ট-১ পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) পদে। ল্যাব টেকনিশিয়ান পদে আবেদ্দনের জন্য বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
রিসার্চ সায়েন্টিস্ট-১ পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। যাঁদের পিএইচডি বা কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে বাকি দু’টি পদে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।