কোল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কোম্পানি সেক্রেটারি হওয়ার জন্য পড়াশোনার শেষে প্রয়োজন প্রশিক্ষণের। এ বার তাঁদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
কোল ইন্ডিয়ার তরফে দু’জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। যাঁরা দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই) থেকে সিএস প্রফেশনাল কোর্স করেছেন, তাঁরাই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
সংস্থার তরফে ই-ফর্ম ফাইল করা, কোনও সংস্থায় মিটিং আহ্বান এবং তত্ত্বাবধান করা-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে ২১ মাস। কলকাতায় কোল ইন্ডিয়ার সদর দফতরেই প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিতদের। তাঁদের বৃত্তি দেওয়া হবে মাসে ২২,০০০ টাকা।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে এবং ই-মেল আইডিতে তাঁদের জীবনপঞ্জি পাঠিয়ে আবেদন জানাতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।