Vidyasagar University Admission 2025

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, আবেদনের জন্য কোন বিশেষ শর্ত রয়েছে?

আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৬:১৫
Vidyasagar University

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার সুযোগ। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা, সংস্কৃত, সমাজবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, সাঁওতালি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, বাণিজ্য, ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, উদ্ভিদবিদ্যা, গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ফিশারিজ় সায়েন্স, লাইফ সায়েন্সেস, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট-সহ নানা বিষয় পড়ার সুযোগ মিলবে। এর মধ্যে অর্থনীতিতেই রয়েছে সর্বাধিক আসন ১৬টি।

বিভিন্ন বিষয়ে পিএইচডি-তে আবেদনের জন্য ইউজিসি নির্ধারিত যোগ্যতার মাপকাঠি পূরণ করা যেমন প্রয়োজন। তেমনি থাকতে হবে জাতীয় বা রাজ্য স্তরের ফেলোশিপও।

আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। একইসঙ্গে সংরক্ষিতদের ৭০০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ১৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিশদে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন