ন্যাবফিন্স। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অধীনস্থ সংস্থা নাবার্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড (ন্যাবফিন্স)-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় কাস্টোমার সার্ভিস অফিসার (সিএসও) পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা বা বেতনের পরিমাণ জানানো হয়নি। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে।
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি এবং হিন্দিতে লেখালিখি এবং কথোপকথনের দক্ষতা থাকতে হবে। এ ছাড়া যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আগামী ৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইটে বিশদ জানানো হয়েছে।