IPL 2025

ভারত-পাক সংঘর্ষবিরতি হতেই তৎপর বোর্ড, আইপিএল নিয়ে সিদ্ধান্ত হতে পারে ৪৮ ঘণ্টায়, দলগুলিকে তৈরি থাকতে নির্দেশ

আইপিএলে বাকি রয়েছে ১৬টি ম্যাচ। বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে বোর্ড কর্তাদের। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর শুরু হয়েছে তৎপরতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১২:১২
picture of IPL trophy

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণার পর আইপিএল আবার শুরু করতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাইছেন বোর্ড কর্তারা। রবিবার থেকে শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৪৮ ঘণ্টা মতো সময় লাগতে পারে। দলগুলিকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত হতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

গত শুক্রবার সাত দিনের জন্য স্থগিত করা হয় আইপিএল। ভারত-পাকিস্তান সংঘর্ষের পরিস্থিতিতে ক্রিকেটার-সহ সকলের নিরাপত্তার স্বার্থে প্রতিযোগিতা স্থগিত করা হয়। বাকি রয়েছে ১৬টি ম্যাচ। তার মধ্যে ১২টি লিগ পর্বের। ফাইনাল-সহ প্লে-অফের চারটি ম্যাচ। বর্তমান পরিস্থিতিতে আইপিএল শেষ করতে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে বোর্ড কর্তাদের। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, ‘‘আমরা সাত দিনের জন্য আইপিএল বন্ধ করেছি। হাতে কয়েক দিন সময় রয়েছে। বিসিসিআই পরিস্থিতির দিকে নজর রাখছে। ঘটনাক্রমও আমাদের বিবেচনার মধ্যে রয়েছে। আইপিএল আবার শুরু করতে হলে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর অনুমতি প্রয়োজন। কথা বলতে হবে আইপিএলের সব পক্ষের সঙ্গেও।’’ তিনি বলেছেন, ‘‘আইপিএল নিশ্চিত ভাবে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। কিন্তু কেন্দ্রের অনুমতি ছাড়া আবার প্রতিযোগিতা শুরু করা সম্ভব নয়।’’

বোর্ড সচিব জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে ১০টি দলের কর্তৃপক্ষ, সম্প্রচারকারী চ্যানেল, সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থা, স্পনসরদের সঙ্গে আলোচনা করবেন বোর্ড কর্তারা। আলোচনা করা হতে পারে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও। সব কিছু ঠিক থাকলে সময়মতো আইপিএলের বাকি অংশের নতুন সূচি ঘোষণা করা হবে। দলগুলিকেও প্রস্তুত থাকার কথা বলেছেন বোর্ড কর্তারা।

আইপিএল বন্ধ হওয়ার পর সব দলের বিদেশি ক্রিকেটারেরা ফিরে গিয়েছেন নিজেদের দেশে। ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতিতে তাঁরা আবার ভারতে আসতে রাজি হবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট বোর্ডগুলির অবস্থানও গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisement
আরও পড়ুন