ধর্মশালার মাঠে নিরাপত্তা তুঙ্গে। ছবি: পিটিআই।
‘অপারেশন সিঁদুর’-এর পর ইডেনে ম্যাচ শুরুর আগে বুধবার বেজেছিল জাতীয় সঙ্গীত। সেই পথে হেঁটে ধর্মশালায় বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশাত্মবোধক গান গাইলেন বি প্রাক। বৃহস্পতিবার আইপিএলের ম্যাচের আগে হল সেই অনুষ্ঠান।
ধর্মশালায় বৃহস্পতিবার মুখোমুখি পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচের আগে ভারতীয় সেনাকে বাহবা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশাত্মবোধক গান হল ধর্মশালায়। আইপিএল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, “গর্বের গান গাওয়ার জন্য তৈরি হয়ে যাও ধর্মশালা। বি প্রাক দেশাত্মবোধক গান গাইবেন। ভারতীয় সেনাকে সম্মান জানানো হবে।”
মঙ্গলবার গভীর রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা হিসাবেই মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ করে। সেনার সেই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’।
ইডেনে বুধবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বাজানো হয়েছিল জাতীয় সঙ্গীত। ভারতীয় সেনাকে বাহবা জানিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল। দুই দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। সেই পথেই এ বার ধর্মশালা।