Team India

রোহিতের অবসর কি বোর্ডের চাপে? জল্পনা উস্কে দিচ্ছে একটি ইমেল ও ফোন

বুধবার সন্ধ্যায় রোহিত বোর্ডকে ইমেল মারফত অবসর নেওয়ার কথা জানান। লাল বলের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা পরিষ্কার ভাবে জানিয়ে দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৭:২২
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

হঠাৎ করে আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। গত বুধবার তাঁর এই সিদ্ধান্ত কি চাপে পড়ে? আইপিএল হবে কি না, সেটা বাদ দিলে ভারতীয় ক্রিকেটে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একটি ইমেল এবং একটি ফোন নানা জল্পনা উস্কে দিচ্ছে।

Advertisement

বুধবার ৭ মে সন্ধ্যায় অবসরের সিদ্ধান্ত ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন রোহিত। জানা যাচ্ছে, তার ঠিক আগে বিকেলে বোর্ডকে একটি ইমেল করেছিলেন রোহিত। সেখানে লাল বলের ক্রিকেট নিয়ে তিনি ঠিক কী ভাবছেন, তা পরিষ্কার করে বোর্ডকে জানিয়ে দেন। সেই ইমেলে কড়া কিছু কথা লেখা হয়েছিল বলে অনেকে মনে করছেন। তার পরেই সমাজমাধ্যমে পোস্ট করেন। রোহিত যে সময় সমাজমাধ্যমে পোস্ট করেন, প্রায় একই সময় প্রধান নির্বাচক অজিত আগরকরকে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় দেখা যায়। তিনি দীর্ঘ ক্ষণ ফোনে কথা বলছিলেন। কার সঙ্গে কথা বলছিলেন, সেটা যদিও জানা যায়নি।

তার পর থেকেই রোহিতের অবসর নিয়ে আঙুল উঠছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। বলা হচ্ছে বোর্ডের চাপেই অবসর নিতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল জানালেন, বিসিসিআই-এর তরফে রোহিতকে কোনও রকম চাপ দেওয়া হয়নি অবসর নেওয়ার জন্য।

২০ জুন থেকে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শুরু হবে। তার দল গঠনের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। এর মাঝেই অবসর নেন রোহিত। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে শুক্ল বলেন, “রোহিত নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওর সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি। কোনও ক্রিকেটার অবসর নিতে চাইলে আমরা কখনও বাধা দিই না। কোনও চাপ দিই না আমরা। কোনও পরামর্শও দিই না। এটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম। টেস্ট ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে রোহিত। যতই বাহবা দিই, কম হবে। সবচেয়ে ভাল দিক হচ্ছে, ও ক্রিকেট থেকে অবসর নেয়নি। ওর অভিজ্ঞতা এবং প্রতিভা আমাদের কাজে লাগবে।”

Advertisement
আরও পড়ুন